PSC Clerkship Practice Set 04 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ০৪ (PSC Clerkship Practice Set 04)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
PSC Clerkship Practice Set 04
১) বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন?
[A] বিজয় সেন
[B] ধর্মপাল
[C] শশাঙ্ক
[D] বল্লাল সেন
Answer – বল্লাল সেন
২) কার রাজ্যসভা নবরত্ন এর জন্য বিখ্যাত ছিল?
[A] দ্বিতীয় চন্দ্রগুপ্ত
[B] হর্ষবর্ধন
[C] সমুদ্রগুপ্ত
[D] অশোক
Answer – দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৩) ___ হলেন প্রাচীন ভারতের একমাত্র শাসক যিনি তার সাম্রাজ্যকে পামির মরুভূমি অতিক্রম করে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত করেছিলেন।
[A] কনিষ্ক
[B] সমুদ্র গুপ্ত
[C] হর্ষবর্ধন
[D] অশোক
Answer – কনিষ্ক
৪) কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনের রচিত বই এর নাম কি?
[A] রাজত্বরঙ্গিনি
[B] কাশ্মীর সমগ্র
[C] হিমাদ্রিপঞ্জি
[D] রাজ চক্রবর্তী
Answer – রাজত্বরঙ্গিনি
PSC Clerkship Practice Set 04
৫) অশোকের রাজ্যকাল কোন শতাব্দীতে?
[A] খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী
[B] খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী
[C] তৃতীয় শতাব্দী খ্রিস্টাব্দ
[D] দ্বিতীয় শতাব্দী খ্রিস্টাব্দ
Answer – খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী
৬) নিচের কোনটি কনিষ্কের রাজধানী?
[A] উজ্জয়নী
[B] কনৌজ
[C] পেশোয়ার
[D] পাটলিপুত্র
Answer – পেশোয়ার
FOOD SI সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
৭) নিচের কোন শাসক মহারাজধীরাজ উপাধিতে ভূষিত ছিলেন?
[A] চন্দ্রগুপ্ত মৌর্য
[B] কনিষ্ক
[C] সমুদ্রগুপ্ত
[D] অশোক
Answer – সমুদ্রগুপ্ত
৮) কাকে ভারতের নেপোলিয়ন আখ্যা দেয়া হয়েছে?
[A] অশোক
[B] সমুদ্রগুপ্ত
[C] হর্ষবর্ধন
[D] চন্দ্রগুপ্ত
Answer – সমুদ্রগুপ্ত
৯) সমুদ্রগুপ্তের কীর্তি নিচের কোনটিতে বর্ণিত রয়েছে?
[A] হাতিগুফা শিলালিপি
[B] গিরনার শিলালিপি
[C] সারনাথ শিলালিপি
[D] এলাহাবাদ স্তম্ভ শিলালিপি
Answer – এলাহাবাদ স্তম্ভ শিলালিপি
PSC Clerkship Practice Set 04
১০) ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়?
[A] মৌর্যযুগ
[B] গুপ্তযুগ
[C] কুশান যুগ
[D] মোগল যুগ
Answer – গুপ্তযুগ
নতুন চাকরির খবর – Click Here