PSC Clerkship Practice Set 07 – PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ০৭, প্রস্তুতি নিতে শুরু করুন আজ থেকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PSC Clerkship Practice Set 07 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ০ (PSC Clerkship Practice Set 07)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

PSC Clerkship Practice Set 07

১) নিচের কোন কোন জোড়াটি সঠিকভাবে সম্পর্কিত নয়?

[A] সিন্ধিয়া -গোয়ালিয়র  

[B] পেশোয়া- পুন 

[C] গায়কোয়ার-বরোদা 

[D] ভোঁসলে- ইন্দোর 

Answer – ভোঁসলে- ইন্দোর

২) নিচের কোন দেশটি ভারতে বাণিজ্যিক কেন্দ্র স্থাপনে কোনও উদ্যোগ নেয়নি? 

[A] ফ্রান্স

[B] ইতালি

[C] পর্তুগাল

[D] ইংল্যান্ড

Answer – ইতালি

৩) বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হন?

[A] গোর্খা জাতি ও অক্টারলোনি

[B] রঞ্জিত সিং এবং বেন্টিঙ্ক

[C] মীরজাফর ও ক্লাইভ

[D] পেশোয়া বাজীরাও ও ওয়েলেসলি

Answer – পেশোয়া বাজীরাও ও ওয়েলেসলি

PSC Clerkship Practice Set 07

৪) সর্বপ্রথম ভারত বর্ষ আক্রমণকারী মুসলিম জাতিরা ছিল?

[A] তুরকি 

[B] মোঙ্গল

[C] আরব

[D] মোগল

Answer – আরব

FOOD SI সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৫) চালুক্য রাজবংশের শ্রেষ্ঠ সম্রাট কাকে বলা হয়?

[A] দ্বিতীয় পুলকেশী

[B] প্রথম পুলকেশী

[C] কনিষ্ক

[D] চাণক্য

Answer – দ্বিতীয় পুলকেশী

৬) পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি?

[A] ইলিয়াড

[B] মহাভারত 

[C] ঋগবেদ 

[D] উপনিষদ

Answer – ঋগবেদ 

৭) আইহোল প্রশস্তি কে রচনা করেন? 

[A] বানভট্ট

[B] কবি রবিকীর্তি

[C] ভাস

[D] বিশাক দও 

Answer – কবি রবিকীর্তি

৮) মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? 

[A] অজাতশত্রু

[B] অশোক

[C] সমুদ্রগুপ্ত

[D] বৃহদ্রত

Answer – অশোক

৯) দ্বিতীয় অশোক বলে কাকে অভিহিত করা হয়?

[A] চন্দ্রগুপ্ত

[B] হর্ষবর্ধন

[C] শিবাজী

[D] কনিষ্ক

Answer – কনিষ্ক 

PSC Clerkship Practice All Set 2023 দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১০) নিচের কে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন?

[A] কালিদাস

[B] হরিষণে

[C] অশ্ব ঘোষ

[D] বানভট্ট

Answer – হরিষণে

নতুন চাকরির খবর – Click Here