PSC Clerkship Practice Set 08 – PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ০৮, প্রস্তুতি নিতে শুরু করুন আজ থেকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PSC Clerkship Practice Set 08 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ০ (PSC Clerkship Practice Set 08)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

PSC Clerkship Practice Set 08

১) কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন? 

[A] অশোক

[B] সমুদ্রগুপ্ত

[C] দ্বিতীয় চন্দ্রগুপ্ত

[D] প্রথম চন্দ্রগুপ্ত

Answer – দ্বিতীয় চন্দ্রগুপ্ত

২) ভারতে আগত হুনদের মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ হুন নায়কের নাম কি? 

[A] আলবেরুনী

[B] মেহিরকুল

[C] টোডরমল

[D] তোরমান

Answer – মেহিরকুল

৩) বাংলার সর্বপ্রথম সার্বভৌমিক নরপতি কে?

[A] লক্ষণ সেন

[B] শশাঙ্ক

[C] ধর্মপাল

[D] দেবপাল

Answer – শশাঙ্ক

PSC Clerkship Practice All Set 2023 দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৪) কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন?

[A] দিব্য

[B] গোপাল

[C] মঙ্গল পান্ডে

[D] মহিপাল

Answer – দিব্য

PSC Clerkship Practice Set 08

৫) কার মানব মূর্তি ভারতে সর্বপ্রথম পূজিত হয়?

[A] গৌতম বুদ্ধ

[B] মহাবীর

[C] পাশ্বনাথ 

[D] শ্রীরামকৃষ্ণ 

Answer – গৌতম বুদ্ধ

৬) কার আসল নাম তেমুজিন?

[A] শেরশাহ

[B] চেঙ্গিস খান

[C] হুমায়ুন

[D] তৈমুর লঙ

Answer – চেঙ্গিস খান

৭) মালিক কাফুর কার সেনাপতি ছিলেন?

[A] শেরশাহ

[B] আকবর

[C] আলাউদ্দিন খলজী

[D] মোহাম্মদ বিন তুঘলক

Answer – আলাউদ্দিন খলজী

৮) ভারতের কোন সুলতান আত্মজীবনী রচনা করেছিলেন?

[A] ফিরজ শাহ তুঘলক

[B] মোহাম্মদ বিন তুঘলক

[C] গিয়াসুউদ্দিন বলবন

[D] আলাউদ্দিন খলজী

Answer – ফিরজ শাহ তুঘলক

FOOD SI সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৯) শেরসহ কার অনুসরণে তার নিজের সাম্রাজ্যে প্রশাসনিক ও সামরিক কাঠামো গড়ে তোলেন?

[A] হুমায়ুন

[B] আকবর

[C] সুলতানা রাজিয়া

[D] আলাউদ্দিন খলজী

Answer – আলাউদ্দিন খলজী

PSC Clerkship Practice Set 08

১০) নন্দ বংশের শেষ রাজার নাম কি ছিল?

[A] মহাপদ্মা নন্দ

[B] রামানন্দ

[C] বিন্দুসার

[D] ধননন্দ 

Answer – ধননন্দ

নতুন চাকরির খবর – Click Here