PSC Clerkship Practice Set 09 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ০৯ (PSC Clerkship Practice Set 09)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
PSC Clerkship Practice Set 09
১) ১৮৩৫খ্রিস্টাব্দে সম্রাট অশোকের শিলালিপির পাঠোদ্বার কে করেন?
[A] জেমস প্রিন্সেপ
[B] ভিন সেন্ট স্মিথ
[C] ডেভিড হেয়ার
[D] যদুনাথ সরকার
Answer – জেমস প্রিন্সেপ
২) কে মিতাক্ষরা আইন রচনা করেন?
[A] দ্বিতীয় পুলকেশী
[B] প্রথম পুলকেশী
[C] শাস্ত্রজ্ঞ ও বিজ্ঞানেশ্বর
[D] চাণক্য
Answer – শাস্ত্রজ্ঞ ও বিজ্ঞানেশ্বর
৩) পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন?
[A] কীর্তি বর্মন
[B] অপরাজিত বর্মন
[C] সিংহ বিষ্ণু
[D] বিষ্ণু গোপ
Answer – অপরাজিত বর্মন
FOOD SI সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
৪) কোনারকের বিখ্যাত সূর্যমন্দির কে নির্মাণ করেছিলেন?
[A] প্রথম নরসিংহ বর্মন
[B] কীর্তি বর্মন
[C] কনিষ্ক
[D] দেব পাল
Answer – প্রথম নরসিংহ বর্মন
PSC Clerkship Practice Set 09
৫) কে ভারতের তোতা পাখি নামে পরিচিত ছিলেন?
[A] আমির খসরু
[B] আল বিরুনী
[C] বানভট্ট
[D] ইবন বতুতা
Answer – আমির খসরু
৬) দিল্লিতে সুলতানি শাসক কে প্রতিষ্ঠা করেন?
[A] মোহাম্মদ বিন তুঘলক
[B] কুতুবউদ্দিন আইবক
[C] সুলতান মাহমুদ
[D] মহম্মদ ঘুরী
Answer – কুতুবউদ্দিন আইবক
৭) কে লাখ বক্স নামে পরিচিত?
[A] কুবউদ্দিন আইবক
[B] মামুদ
[C] মহম্মদ ঘুরী
[D] নাদির শাহ
Answer – কুবউদ্দিন আইবক
PSC Clerkship Practice Set 09
৮) খলজি বংশের প্রতিষ্ঠাতা কে?
[A] জালালউদ্দিন খলজী
[B] ইলতুতমিস
[C] হুসেন শাহ
[D] আলাউদ্দিন খলজি
Answer – জালালউদ্দিন খলজী
PSC Clerkship Practice All Set 2023 – দেখার জন্য ছবিতে ক্লিক করুন
৯) কত খ্রিস্টাব্দে তৈমুরলঙ ভারত আক্রমণ করেন?
[A] ১৩৯৮
[B] ১৪৯৮
[C] ৭১২
[D] ১২০৭
Answer -১৩৯৮
১০) তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল?
[A]১৫২৬ খ্রিস্টাব্দে
[B]১৫৫৬ খ্রিস্টাব্দে
[C]১৫৬৫ খ্রিস্টাব্দে
[D]১৫৬৪ খ্রিস্টাব্দে
Answer -১৫৬৫ খ্রিস্টাব্দে
নতুন চাকরির খবর – Click Here