PSC Clerkship Practice Set 11 – PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ১১, প্রস্তুতি নিতে শুরু করুন আজ থেকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PSC Clerkship Practice Set 11 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ১ (PSC Clerkship Practice Set 11)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

PSC Clerkship Practice Set 11

১) United Nation Food and Agriculture organization (FAO) এর হেড পদে পুনরায় নির্বাচিত হলেন কোন দেশেরQu-Dongyu?

[A] তাইওয়ান

[B] মালয়েশিয়া

[C] চীন

[D] সিঙ্গাপুর

Answer – চীন

২) কুয়েতকে পরাজিত করে SAFF Championship 2023 জিতল কোন দেশ?

[A] বাংলাদেশ

[B] ভারত

[C] ইন্দোনেশিয়া

[D] মালদ্বীপ

Answer – ভারত

৩) Coal India Limited এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? 

[A] পি এম প্রসাদ

[B] করনজিৎ সিং

[C] আজর রহমান

[D] সপ্তসি দাস

Answer – পি এম প্রসাদ

PSC Clerkship Practice Set 11

৪) UAE-India Economic Summit অনুষ্ঠিত হলো কোথায়?

[A] রিয়াধ

[B] মুম্বাই

[C] আবু ধানি

[D] দুবাই

Answer – আবু ধানি

৫) গুজরাটের কোন নদীতে Akshar River Cruise লঞ্চ করলেন অমিত শাহ?

[A] মাহী

[B] সবরমতী

[C] তাপ্তি

[D] নর্মদা

Answer – সবরমতী

৬) 6th Youth Woman’s National Boxing Championships জিতল কোন রাজ্য?

[A] হরিয়ানা

[B] পাঞ্জাব

[C] গুজরাট

[D] রাজস্থান

Answer – হরিয়ানা

PSC Clerkship Practice All Set 2023 দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৭) Asian Mixed Doubles Squash Tournament জিতলেন কোন দেশের দীপিকা, পাল্লিকল এবং হারিন্দর পাল সিং?

[A] নেপাল

[B] ভারত

[C] ভুটান

[D] পাকিস্তান

Answer – ভারত

৮) প্রথমবার World cup 2023 এ কোয়ালিফাই করতে ব্যর্থ হলো কোন দেশ?

[A] নিউজিল্যান্ড

[B] ভারত

[C] সাউথ আফ্রিকা

[D] ওয়েস্ট ইন্ডিজ

Answer – ওয়েস্ট ইন্ডিজ

৯) ভারতীয় ক্রিকেট টিমের চিফ সিলেক্টর পদে নিযুক্ত হলেন কে?

[A] অজিত আগরকার

[B] চেতন শর্মা

[C] অনিল কুমার

[D] মনিশ কুমার

Answer – অজিত আগরকার

PSC Clerkship Practice Set 11

১০) সম্প্রতি প্রয়াতAlan arkin কোন দেশের অস্কার জয়ী অভিনেতা?

[A] রাশিয়া

[B] ফ্রান্স

[C] আমেরিকা

[D] স্পেন

Answer – আমেরিকা

নতুন চাকরির খবর – Click Here