PSC Clerkship Practice Set 13 – PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ১৩, প্রস্তুতি নিতে শুরু করুন আজ থেকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PSC Clerkship Practice Set 13 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ১ (PSC Clerkship Practice Set 13)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

PSC Clerkship Practice Set 13

১) মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলা নিষ্পাওির ক্ষেত্রে ভারতে উত্তরপ্রদেশের স্থান কত?

[A] দ্বিতীয়

[B] প্রথম

[C] পঞ্চম

[D] তৃতীয়

Answer – দ্বিতীয়

প্রথম স্থানে রয়েছে দাদরা ও নগর হাভেলি এবং দমন দিউ

২) SBI card-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন কে?

[A] সৌরেন মাইতি

[B] শান্তি মোহন

[C] নিখিল দাস

[D] অভিজিৎ চক্রবর্তী

Answer – অভিজিৎ চক্রবর্তী

৩) ভারতের ৩৬ তম ফ্লাইং ট্রেনিং স্কুল তৈরি করা হলো কোন রাজ্যে?

[A] গুজরাট

[B] অন্ধ্রপ্রদেশ

[C] তামিলনাড়ু

[D] কর্ণাটক

Answer – তামিলনাড়ু

PSC Clerkship Practice Set 13

৪) Mobile-Dost-App লঞ্চ করা হলো কোথায়?

[A] লাদাখ

[B] দিল্লি

[C] গোয়া

[D] জম্বু কাশ্মীর

Answer – জম্বু কাশ্মীর

৫) xAI নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি লঞ্চ করলেন কে?

[A] বিল গেটস

[B] এলোন মাস্ক

[C] মুকেশ আম্বানি

[D] সুন্দর পিচাই

Answer – এলোন মাস্ক

৬) 6th India-Arab Partnership conference অনুষ্ঠিত হলো কোথায়?

[A] চেন্নাই

[B] মুম্বাই

[C] বেঙ্গালুরু

[D] নিউ দিল্লি

Answer – নিউ দিল্লি

PSC Clerkship Practice All Set 2023 দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৭) অন্ত্যদয়া শ্রমিক সুরক্ষা যোজনা লঞ্চ করলো কোন রাজ্য?

[A] গুজরাট

[B] মধ্যপ্রদেশ

[C] বিহার

[D] ছওিশগড়

Answer – গুজরাট

৮) কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন দেশের উত্তম?

[A] তানজানিয়া

[B] লিথুয়ানিয়া 

[C] সোমালিয়া

[D] ইজরায়েল

Answer – লিথুয়ানিয়া 

৯) Most valuable IPL franchise-র তকমা পেল কোন দল?

[A] RCB

[B] KKR

[C] CSK

[D] GT

Answer – CSK

PSC Clerkship Practice Set 13

১০) ‘Aamrus’ নামে ভারতীয় আম উৎসবের উদ্বোধন করা হলো কোথায়?

[A] জাপান

[B] রাশিয়া

[C] ফ্রান্স

[D] আমেরিকা

Answer – রাশিয়া

নতুন চাকরির খবর – Click Here