PSC Clerkship Practice Set 15 – PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ১৫, প্রস্তুতি নিতে শুরু করুন আজ থেকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PSC Clerkship Practice Set 15 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সে রকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে

PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ১ (PSC Clerkship Practice Set 15)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

PSC Clerkship Practice Set 15

১) তন্ত্রবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?

[A] সুরেন্দ্রনাথ ব্যানার্জি

[B] অক্ষয় কুমার দত্ত

[C] বারিন্দ্র কুমার ঘোষ

[D] দ্বারকানাথ বিদ্যাভূষণ

Answer – অক্ষয় কুমার দত্ত

২) নিম্নলিখিত কোন ক্ষেত্রে দ্রোণাচার্য পুরস্কার প্রদান করা হয়?

[A] খেলাধুলার উৎসাহ গ্রহণ

[B] খেলাধুলার দক্ষতা

[C] খেলাধুলার প্রশিক্ষণ

[D] খেলাধুলার আয়োজন

Answer – খেলাধুলার প্রশিক্ষণ

৩) গান্ধীজিকে মিকি মাউস আখ্যা কে দেন?

[A] সরোজিনী নাইডু

[B] মাতঙ্গিনী হাজরা

[C] সুচেতা কৃপালিনী

[D] বিজয় লক্ষী পন্ডিত

Answer – সরোজিনী নাইডু

৪) শব্দের তীব্রতা পরিমাপের একক কি?

[A] ডেসিবেল

[B] এম্পিয়ার

[C] ওহম

[D] রেডিয়ান

Answer – ডিসিবেল

PSC Clerkship Practice Set 15

৫) রকেটে কি ধরনের জ্বালানি ব্যবহার করা হয়?

[A] পেট্রোল

[B] তরল হাইড্রোজেন

[C] তরল অক্সিজেন

[D] ডিজেল

Answer – তরল হাইড্রোজেন

৬) Citizen and Society- বইটির লেখক কে?

[A] ওরাহন পামুক

[B] মোহাম্মদ হামিদ আনসারী

[C] নীরোধ সি চৌধুরী

[D] মোহাম্মদ ইউনুস

Answer – মোহাম্মদ হামিদ আনসারী

৭) কোন মোগল সম্রাট তাঁর রাজত্বকালে নৃত্য ও সংগীত নির্দিষ্ট করেছিলেন?

[A] ঔরঙ্গজেব

[B] জাহাঙ্গীর

[C] বাবর

[D] বাবর

Answer – ঔরঙ্গজেব

PSC Clerkship Practice All Set 2023 দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৮) নিম্নের কোন রাসায়নিক উপাদানটি তাজমহলের ক্ষতি করছে?

[A] নাইট্রিক অ্যাসিড

[B] জিংক অক্সাইড

[C] সালফার ডাই অক্সাইড

[D] কার্বন মনোঅক্সাইড

Answer – সালফার ডাই অক্সাইড

৯) দিল্লিতে হুমায়ুনের সমাধি কে নির্মাণ করেছিলেন?

[A] ঔরঙ্গজেব

[B] বেগম রোকেয়া

[C] গুলবেদন বেগম

[D] হামিদা বানু বেগম

Answer – হামিদা বানু বেগম

১০) বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি বা বঙ্গীয় ইঙ্গী-ভারত সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়?

[A] ১৮৪৩ সালে ২০ এপ্রিল

[B] ১৮৩৮ সালের ১১ই জুলাই

[C] ১৮৯৫ সালের ২৮ শে নভেম্বর

[D] ১৮৫৫ সালের ২৪ শে জানুয়ারি

Answer – ১৮৪৩ সালের ২০ এপ্রিল

নতুন চাকরির খবর – Click Here