PSC Clerkship Practice Set 19 – PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ১৯, প্রস্তুতি নিতে শুরু করুন আজ থেকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PSC Clerkship Practice Set 19 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সে রকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে

PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ১ (PSC Clerkship Practice Set 19)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

PSC Clerkship Practice Set 19

১) এদের মধ্যে কার কাজ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার ও ওড়িশার দেওয়ানি লাভ করে?

[A] বাহাদুর শাহ জাফর

[B] জাহাঙ্গীর

[C] ফারুকশিয়ার

[D] দ্বিতীয় শাহ আলম

Answer – দ্বিতীয় শাহ আলম

২) সাতবাহন দের রাজধানী কোথায় ছিল?

[A] মগধ

[B] পৈথান

[C] তাঞ্জোর

[D] তক্ষশীলা

Answer – পৈথান

৩) অমর সিংহ কোন রাজার সভাকবি ছিলেন?

[A] দ্বিতীয় চন্দ্রগুপ্ত

[B] আকবর

[C] সমুদ্রগুপ্ত

[D] জাহাঙ্গীর

Answer – দ্বিতীয় চন্দ্রগুপ্ত 

৪) অষ্টম শতাব্দীর বিক্রমশীলা মহাবিহারের এর ধ্বংসবশেষ কোন রাজ্যে পাওয়া গিয়েছে?

[A] উত্তর প্রদেশ

[B] বিহার

[C] ওড়িশা

[D] মধ্যপ্রদেশ

Answer – বিহার 

PSC Clerkship Practice Set 19

৫) বিএুমোবশীয়’ র রচয়িতা কে?

[A] ভবভূতি

[B] বানভট্ট

[C] কালিদাস

[D] শূদ্রক

Answer – কালিদাস 

PSC Clerkship Practice All Set 2023 দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৬) আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন তক্ষশীলার রাজা কে ছিলেন?

[A] ধনানন্দ

[B] পুরু

[C] অন্তি

[D] চন্দ্রগুপ্ত

Answer – অন্তি 

৭) শেষ মৌর্য সম্রাট কে ছিলেন?

[A] বৃহদ্রথ  

[B] চন্দ্রগুপ্ত মৌর্য

[C] বিন্দুসার

[D] অশোক

Answer – বৃহদ্রথ  

৮) শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করে তার মন্ত্রী মগধের সিংহাসন দখল করেন। কি তার নাম?

[A] অগ্নিপুত্র

[B] পুষ্যমিত্র

[C] শ্রীগুপ্ত

[D] বসুমিত্র

Answer – পুষ্যমিত্র

৯) চীন দেশের এক উপজাতির বংশধর হলো কুশানেরা। সেই উপজাতির নাম কি?

[A] শক 

[B] বাহ্লীক

[C] ইয়ুচি

[D] হুণ

Answer – ইয়ুচি

PSC Clerkship Practice Set 19

১০) ভারতে ৬০৬ খ্রিস্টাব্দে কে রাজসভার গ্রহণ করেন?

[A] বিক্রমাদিত্য

[B] হর্ষবর্ধন

[C] স্কগুপ্ত

[D] প্রভাকর বর্ধন

Answer – হর্ষবর্ধন

নতুন চাকরির খবর – Click Here