PSC Clerkship Practice Set 20 – PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ২০, প্রস্তুতি নিতে শুরু করুন আজ থেকে।

PSC Clerkship Practice Set 20 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সে রকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে

PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 20 (PSC Clerkship Practice Set ২০)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

PSC Clerkship Practice Set 20

১) আকবরের নবরত্ন সভার কোন সদস্যকে হত্যা করা হয়েছিল?

[A] তানসেন

[B] বীরবল

[C] আবুল ফজল

[D] নিজামুদ্দিন

Answer – আবুল ফজল

২) কোন মোগল সম্রাট অমরকোটের জঙ্গলে জন্মগ্রহণ করেছিলেন?

[A] হুমায়ুন

[B] বাবর

[C] জাহাঙ্গীর

[D] আকবর

Answer – আকবর 

৩) আলাই দরওয়াজা কার স্থাপন কীর্তি?

[A] আলমগীর

[B] আকবর

[C] হায়দার আলী

[D] আলাউদ্দিন খলজী

Answer – আলাউদ্দিন খলজী

৪) বিখ্যাত ইউরোপিয়ান রাষ্ট্রদূত স্যার টমাসরো জাহাঙ্গীরের রাজসভায় কবে আসেন?

[A] ১৬১৫ খ্রিস্টাব্দে

[B] ১৫৬৫ খ্রিস্টাব্দে

[C] ১৬০৮ খ্রিস্টাব্দে

[D] ১৬০০ খ্রিস্টাব্দে

Answer – ১৬১৫ খ্রিস্টাব্দে

৫) হুমায়ুনকে পরাজিত করে শেরশাহ কবে ভারতে সম্রাট হয়েছিলেন?

[A] ১৫৪০ খ্রিস্টাব্দে

[B] ১৬৯০ খ্রিস্টাব্দে

[C] ১৫৩৯ খ্রিস্টাব্দে

[D] ১৫৬৫ খ্রিস্টাব্দে

Answer – ১৫৪০ খ্রিস্টাব্দে

PSC Clerkship Practice Set 20

৬) কোন সম্রাট তার শ্বশুরকে হত্যা করে ১২৯৬খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসন দখল করেন?

[A] ইলতুৎমিস

[B] বাবর

[C] গিয়াসুদ্দিন বলবন

[D] আলাউদ্দিন খলজি

Answer – আলাউদ্দিন খলজি

৭) পোলো খেলার পৃষ্ঠপোষক হিসেবে নিচের কোন শাসক উল্লেখযোগ্য?

[A] হুমায়ুন

[B] বাবর

[C] কুতুবউদ্দিন

[D] জাহাঙ্গীর

Answer – কুতুবউদ্দিন 

৮) ইতিহাসের কোন মহান বীরের প্রিয় ঘোড়ার নাম ‘ বুসেফেলাস’ যে ঘোড়ায় চেপে তিনি বহু যুদ্ধ জয় করেছিলেন?

[A] রানা সঙ্গ

[B] চন্দ্রগুপ্ত মৌর্য

[C] সেলুকাস

[D] আলেকজান্ডার

Answer – আলেকজান্ডার

PSC Clerkship Practice All Set 2023 দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৯) সম্রাট কনিষ্ক নিচের কোন ধর্ম সম্প্রদায়ের ছিলেন? 

[A] জৈন

[B] হিন্দু

[C] হীনযান  

[D] মহাযান

Answer – মহাযান

PSC Clerkship Practice Set 20

১০) হাতিগুস্ফা শিলালিপি কোথায় দেখতে পাওয়া যায়?

[A] নাসিক (মহারাষ্ট্র)

[B] হ্যালেবিদ (কর্নাটক)

[C] উদয়গিরি (উড়িষ্যা)

[D] মান্ডু (মধ্যপ্রদেশ)

Answer – উদয়গিরি (উড়িষ্যা)

PSC Clerkship Practice All Set 2024Click Here

নতুন চাকরির খবর – Click Here