PSC Clerkship Practice Set 28 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সে রকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ২৮ (PSC Clerkship Practice Set 28)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
PSC Clerkship Practice Set 28
১) Electoral Bonds Scheme- কে অসাংবিধানিক হিসেবে ঘোষণা করল কোন দেশের সুপ্রিম কোর্ট ?
[A] বাংলাদেশ
[B] ভারত
[C] ভুটান
[D] নেপাল
Answer – ভারত
২) ডোপিং করায় ১২ বছরের জন্য ব্যান হওয়া রচনা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত ?
[A] ব্যাডমিন্টন
[B] কুস্তি
[C] হ্যামার থ্রো
[D] হকি
Answer – হ্যামার থ্রো
৩) Indian Railway Catering and Tourism Corporation Ltd (IRCTC)- এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে ?
[A] সঞ্জয় কুমার জৈন
[B] অরুণ লাল
[C] জি. মাধবন
[D] অসিত রায়
Answer – সঞ্জয় কুমার জৈন
৪) Sportstar Aces Awards 2024 অনুষ্ঠানে Sportstar of the Year শিরোপা জিতলেন কে ?
[A] শীতল দেবী
[B] নিরাজ চোপড়া
[C] উভয়ই
[D] কেউই নন
Answer – উভয়ই
৫) ৫ সেকেন্ডের ভিডিও বানানোর জন্য “Lumiere” নামে AI টুল লঞ্চ করলো কে ?
[A] Google
[B] Meta
[C] Microsoft
[D] Remini
Answer – Google
PSC Clerkship Practice Set 28
৬) BAPS Swaminarayan Mandir নামে কোন দেশের প্রথম হিন্দু মন্দির উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি ?
[A] পাকিস্তান
[B] সৌদি আর
[C] কাজাখস্তান
[D] UAE
Answer – সংযুক্ত আরব আমিরাত UAE
৭) স্বয়ম স্কিমের আওতায় যুব সম্প্রদায়কে বিনা সুদে ১ লক্ষ টাকা পর্যন্ত লোন দেবে কে ?
[A] আসাম
[B] ওড়িশা
[C] পশ্চিমবঙ্গ
[D] তামিলনাড়ু
Answer – ওড়িশা
PSC Clerkship Practice All Set 2024 – দেখার জন্য ছবিতে ক্লিক করুন
৮) Chennai Super Kings (CSK) টিমের অফিসিয়াল স্পন্সর হলো কে ?
[A] Air India
[B] Byju’s
[C] Etihad Airways
[D] IndiGo
Answer – Etihad Airways
৯) কোথায় ২৪২ ফুট উঁচু আদি যোগী শিবের স্ট্যাচু তৈরি করতে চলেছে ইশা ফাউন্ডেশন ?
[A] নিউ দিল্লি
[B] নয়ডা
[C] জয়পুর
[D] গুয়াহাটি
Answer – নয়ডা
১০) অর্থ মন্ত্রকের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন কে ?
[A] আমন সিং
[B] অজিত কুমার
[C] রিতেশ পাই
[D] পবন কুমার
Answer – পবন কুমার
PSC Clerkship Practice All Set 2024 | Click Here |
নতুন চাকরির খবর – Click Here