PSC Clerkship Practice Set 29 – PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ২৯, বাছাই করা ১০টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PSC Clerkship Practice Set 29 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সে রকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট (PSC Clerkship Practice Set 29)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

PSC Clerkship Practice Set 29

১) সাউন্ড বেসড Anti- Drone System তৈরি করল কোন IIT ?

[A] IIT Kanpur

[B] IIT Madras

[C] IIT Jammu

[D] IIT Delhi

Answer – IIT Jammu

২) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় কবে ?

[A] ২২শে ফেব্রুয়ারি

[B] ২১শে ফেব্রুয়ারি

[C] ২৪শে ফেব্রুয়ারি

[D] ২৩শে ফেব্রুয়ারি

Answer – ২১শে ফেব্রুয়ারি

৩) লোকসভা নির্বাচনের জন্য পাঞ্জাবের ‘State Icon’ হিসেবে নিযুক্ত হলেন কে ?

[A] বাদশা

[B] কে. এল. রাহুল

[C] এম. এস. ধোনি

[D] শুবমান গিল

Answer – শুবমান গিল

৪) কোথায় Khelo India University Games লঞ্চ করলেন অনুরাগ ঠাকুর ?

[A] মুম্বাই

[B] চেন্নাই

[C] গুয়াহাটি

[D] বেঙ্গালুরু

Answer – গুয়াহাটি

৫) ‘Innovation Technology Development Award’ পেল কোন কোম্পানি ?

[A] REC Ltd

[B] HCL

[C] Tata

[D] Infosys

Answer – REC Ltd

৬) Neem Summit & Global Neem Trade Fair অনুষ্ঠিত হলো কোথায় ?

[A] লক্ষ্ণৌ

[B] নিউ দিল্লি

[C] কোচি

[D] চন্ডিগড়

Answer – নিউ দিল্লি

৭) Asha Kirana Scheme লঞ্চ করল কোন রাজ্য ?

[A] কর্ণাটক

[B] তেলেঙ্গানা

[C] কেরালা

[D] মহারাষ্ট্র

Answer – কর্ণাটক

PSC Clerkship Practice All Set 2024 – দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৮) “Padasuri-6” নামে মিসাইল পরীক্ষা করল কোন দেশ ?

[A] ইরান

[B] দক্ষিণ কোরিয়া

[C] উত্তর কোরিয়া

[D] ইজরায়েল

Answer – উত্তর কোরিয়া

PSC Clerkship Practice Set 29

৯) পশ্চিমবঙ্গ সরকারের হয়ে ট্যাক্স সংগ্রহ করার জন্য অনুমোদন পেল কোন ব্যাংক ?

[A] SBI

[B] বন্ধন ব্যাংক

[C] HDFC Bank

[D] City Bank

Answer – বন্ধন ব্যাংক

১০) কোথায় বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি ?

[A] শ্রীনগর

[B] জম্মু

[C] সিকিম

[D] লাদাখ

Answer – জম্মু

PSC Clerkship Practice All Set 2024Click Here

নতুন চাকরির খবর – Click Here