PSC Clerkship Practice Set 32 – PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ৩২, বাছাই করা ১০টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PSC Clerkship Practice Set 32 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সে রকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ২ (PSC Clerkship Practice Set 32)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

PSC Clerkship Practice Set 32

১) xAI নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি লঞ্চ করলেন কে?

[A] মুকেশ আম্বানি

[B] সুন্দর পিচাই

[C] এলোন মাস্ক

[D] বিল গেটস

Answer – এলোন মাস্ক

২) SBI card-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন কে?

[A] শান্তি মোহন

[B] নিখিল দাস

[C] অভিজিৎ চক্রবর্তী

[D] সৌরেন মাইতি

Answer – অভিজিৎ চক্রবর্তী

৩) 34th International Biology Olympiad জিতলো কোন দেশ?

[A] চীন

[B] আমেরিকা

[C] জাপান

[D] ভারত

Answer – ভারত

৪) World Archery Youth Championships 2023-এ ভারত মোট কয়টি মেডেল জিতেছে?

[A] ১১ টি

[B] ১০ টি

[C] ১৫ টি

[D] ১৬ টি

Answer – ১১ টি

৫) মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলা নিষ্পাওির ক্ষেত্রে ভারতে উত্তরপ্রদেশের স্থান কত?

[A] পঞ্চম

[B] তৃতীয়

[C] প্রথম

[D] দ্বিতীয়

Answer – দ্বিতীয়

PSC Clerkship Practice Set 32

৬) 2023 জুন মাসে ICC Men’s Player of the month Award জিতলেন কে?

[A] Virat Kohili

[B] Babar Azam

[C] Wanindu Hasaranga

[D] কেউই নয়

Answer – Wanindu Hasaranga

৭) Mobile-Dost-App লঞ্চ করা হলো কোথায়?

[A] দিল্লি

[B] গোয়া

[C] জম্বু কাশ্মীর

[D] লাদাখ

Answer – জম্বু কাশ্মীর

PSC Clerkship Practice All Set 2024 – দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৮) 2023 জুন মাসে ICC Women’s player of the month Award জিতলেন কোন দেশের Ashleigh Gardner?

[A] অস্ট্রেলিয়া

[B] থাইল্যান্ড

[C] ইংল্যান্ড

[D] নিউজিল্যান্ড

Answer – অস্ট্রেলিয়া

৯) ভারতের ৩৬ তম ফ্লাইং ট্রেনিং স্কুল তৈরি করা হলো কোন রাজ্যে?

[A] তামিলনাড়ু

[B] অন্ধ্রপ্রদেশ

[C] কর্ণাটক

[D] গুজরাট

Answer – তামিলনাড়ু

১০) কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে পুনরায় নির্বাচিত হলেন Shavkat Mirziyoyev?

[A] তুর্কি

[B] আফগানিস্তান

[C] কিরগিস্তান

[D] উজবেকিস্তান

Answer – উজবেকিস্তান

PSC Clerkship Practice All Set 2024Click Here

নতুন চাকরির খবর – Click Here