PSC Clerkship Practice Set 36 – PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ৩৬, বাছাই করা ১০টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PSC Clerkship Practice Set 36 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সে রকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট (PSC Clerkship Practice Set 36)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

PSC Clerkship Practice Set 36

১) কোন দেশের সাথে ‘Desert Cyclone 2024’ নামে যৌথ মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করবে ভারত ?

[A] সৌদি আরব

[B] UAE

[C] কাজাখস্তান

[D] কিরগিস্তান

Answer – সংযুক্ত আরব আমিরাত (UAE)

২) ODI ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী David Warner কোন দেশের খেলোয়াড় ?

[A] ইংল্যান্ড

[B] নিউজিল্যান্ড

[C] অস্ট্রেলিয়া

[D] সাউথ আফ্রিকা

Answer – অস্ট্রেলিয়া

৩) নিউ দিল্লিতে ভারতের প্রথম Zero Waste Street Food Festival উদ্বোধন করলেন কে ?

[A] হরদীপ সিং পুরি

[B] ধর্মেন্দ্র প্রধান

[C] নরেন্দ্র মোদি

[D] কেউই নন

Answer – হরদীপ সিং পুরি

৪) সম্প্রতি ১লা বৈশাখকে “রাজ্য দিবস” হিসেবে ঘোষণা করল কে ?

[A] ওড়িশা

[B] পশ্চিমবঙ্গ

[C] আসাম

[D] ত্রিপুর

Answer – পশ্চিমবঙ্গ

PSC Clerkship Practice Set 36

৫) পশ্চিমবঙ্গের “রাজ্য সংগীত” হিসাবে ঘোষিত হওয়া “বাংলার মাটি, বাংলার জল” গানটি কার লেখা ?

[A] অতুল প্রসাদ

[B] নজরুল ইসলাম

[C] রামপ্রসাদ

[D] রবীন্দ্রনাথ ঠাকুর

Answer – রবীন্দ্রনাথ ঠাকুর

৬) ২০২৩ ডিসেম্বর মাসে মোট GST সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা ?

[A] ১.৬৫

[B] ১.৫৬

[C] ১.৫২

[D] ১.৫৯

Answer – ১.৬৫ লক্ষ কোটি টাকা

৭) Fire Service, Civil Defense & Home Guards- এর নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে ?

[A] মনোজ সিনহা

[B] বিবেক শ্রীবাস্তব

[C] বিরাজ সেন

[D] জয়দেব পানিদ্রাহী

Answer – বিবেক শ্রীবাস্তব

PSC Clerkship Practice All Set 2024 – দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৮) গন সূর্য্য নমস্কার এর আয়োজন করে জিনিস রেকর্ড করল কোন ?

[A] উত্তরাখণ্ড

[B] কেরালা

[C] গোয়া

[D] গুজরাট

Answer – গুজরাট

৯) কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন Felix Tshisekedi ?

[A] কঙ্গো

[B] পোল্যান্ড

[C] মেক্সিকো

[D] চিলি

Answer – কঙ্গো

১০) ভারতের প্রথম ALL- Girls Sainik School চালু করা হলো কোথায় ?

[A] অযোধ্যা

[B] বৃন্দাবন

[C] লখনৌ

[D] কানপুর

Answer – বৃন্দাবন, উত্তর প্রদেশ

PSC Clerkship Practice All Set 2024Click Here

নতুন চাকরির খবর – Click Here