PSC Clerkship Practice Set 38 – PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ৩৮, বাছাই করা ১০টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PSC Clerkship Practice Set 38 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সে রকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ৩৮ (PSC Clerkship Practice Set 38)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

PSC Clerkship Practice Set 38

১) কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে পঞ্চমবার নির্বাচিত হলেন শেখ হাসিনা ?

[A] শ্রীলংকা

[B] বাংলাদেশ

[C] আফগানিস্তান

[D] পাকিস্তান

Answer – বাংলাদেশ

২) Best City For Indian Women I 2023 তালিকায় প্রথমস্থানে রয়েছে কোন শহর ?

[A] নিউ দিল্লী

[B] কলকাতা

[C] চেন্নাই

[D] মুম্বাই

Answer – চেন্নাই

৩) Adani Ports And Special Economic Zone- এর CEO পদে নিযুক্ত হলেন কে ?

[A] অশ্বিনী গুপ্ত

[B] ভৈরব আদানি

[C] জি আর পান্ডে

[D] গোপাল কুমার

Answer – অশ্বিনী গুপ্ত

৪) “Four Stars of Destiny: Autobiography” শিরোনামে আত্মজীবনী লিখলেন কে ?

[A] করমবীর সিং

[B] মনোজ মুকুন্দ নারাভানে

[C] সোমনাথ শর্মা

[D] কেউই নন

Answer – মনোজ মুকুন্দ নারাভানে

৫) গাছের বৃদ্ধি তরাম্বিত করতে ‘E Soil’তৈরি করল কোন বিজ্ঞানীরা ?

[A] চীন

[B] জাপান

[C] ইংল্যান্ড

[D] সুইডেন

Answer – সুইডেন

PSC Clerkship Practice Set 38

৬) 81st Golden Globes Awards অনুষ্ঠানে “সেরা ড্রামা” মুভি আওয়ার জিতল কে ?

[A] Maestro

[B] Oppenheimer

[C] Rustin

[D] Wonka

Answer – Oppenheimer

৭) সম্প্রতি ‘Student Internship Scheme’ লঞ্চ করল কোন রাজ্য ?

[A] আসাম

[B] পশ্চিমবঙ্গ

[C] উত্তরপ্রদেশ

[D] ওড়িশা

Answer – পশ্চিমবঙ্গ

PSC Clerkship Practice All Set 2024 – দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৮) কোন রাজ্যের ময়ূরভঞ্জ জেলার লাল পিঁপড়ের চাটনি GI Tag পেল ?

[A] ওড়িশা

[B] কেরালা

[C] মনিপুর

[D] নাগাল্যান্ড

Answer – ওড়িশা

৯) BIMSTEC- এর সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন কে ?

[A] তাপস কুমার

[B] সাক্ষী ভূষণ

[C] সিরাজ সাঁই

[D] ইন্দ্র মণি পান্ডে

Answer – ইন্দ্র মণি পান্ডে

১০) বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় কবে ?

[A] ১১ ই জানুয়ারি

[B] ১০ ই জানুয়ারি

[C] ১৩ই জানুয়ারি

[D] ১২ ই জানুয়ারি

Answer- ১০ ই জানুয়ারি

PSC Clerkship Practice All Set 2024Click Here

নতুন চাকরির খবর – Click Here