PSC Clerkship Practice Set 39 – PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ৩৯, বাছাই করা ১০টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PSC Clerkship Practice Set 39 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সে রকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ৩৯ (PSC Clerkship Practice Set 39)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

PSC Clerkship Practice Set 39

১) কোন সালটিকে এখনো পর্যন্ত উষ্ণতম বছর হিসেবে নিশ্চিত করলো ইউরোপিয়ান ইউনিয়ন ?

[A] ২০২২

[B] ২০২০

[C] ২০২১

[D] ২০২৩

Answer – ২০২৩

২) সশস্ত্র বাহিনীর জন্য ‘Ugram’ নামে অ্যাসাল্ট রাইফেল লঞ্চ করল কে ?

[A] IIT Madras

[B] DRDO

[C] IIT Kanpur

[D] কেউই নন

Answer – DRDO

৩) World’s Slowest City to Drive In  তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন শহর ?

[A] নিউ দিল্লি

[B] লন্ডন

[C] টোকিও

[D] কলকাতা

Answer – লন্ডন

৪) অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসেবে অর্জুন পুরস্কার পেলেন কে ?

[A] শীতল কুমারী

[B] দিব্যাকৃতি সিং

[C] অদিতি অশোক

[D] ঐহিকা মুখার্জি

Answer – দিব্যাকৃতি সিং

৫) ২৭তম জাতীয় যুব দিবস পালন করা হলো কোন শহরে ?

[A] নাশিক

[B] নিউ দিল্লী

[C] ভাইজাগ

[D] নাগপুর

Answer- নাশিক, মহারাষ্ট্র

৬) নতুন আইনের মাধ্যমে কুকুরের মাংসের ব্যবসা ব্যান করল কোন দেশ ?

[A] চীন

[B] ভারত

[C] ইংল্যান্ড

[D] দক্ষিণ কোরিয়া

Answer – দক্ষিণ কোরিয়া

PSC Clerkship Practice Set 39

৭) সম্প্রতি “রামলালা দর্শন স্কিম’ লঞ্চ করল কোন রাজ্য ?

[A] উত্তর প্রদেশ

[B] ছত্রিশগড়

[C] ঝাড়খন্ড

[D] বিহার

Answer – ছত্রিশগড়

PSC Clerkship Practice All Set 2024 – দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৮) Mrs. India One in a Million 2023 শিরোপা জিতলেন কে ?

[A] রুপিকা গ্রোভার

[B] আস্থা রাওয়াল

[C] সৃষ্টি সর্দার

[D] নীতি মোহন

Answer – রুপিকা গ্রোভার

৯) World Trade Organisation (WTO)- এ ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কে ?

[A] সেন্থিল পান্ডিয়ান

[B] অরিন্দম বাগচী

[C] আর কুমার

[D] মনোজ কম্বজ

Answer – সেন্থিল পান্ডিয়ান -হেডকোয়ার্টার- জেনেভা-প্রতিষ্ঠা সাল- ১৯৯৫ সালের ১ লা জানুয়ারি

১০) কোন দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হলেন Tshering Tobgay ?

[A] মায়ানমার

[B] নেপাল

[C] ভুটান

[D] ইন্দোনেশিয়া

Answer – ভুটান- রাজধানী- থিম্পু- মুদ্রার নাম- গুলট্রাম

PSC Clerkship Practice All Set 2024Click Here

নতুন চাকরির খবর – Click Here