Punjab National Bank Update – PNB তে একাউন্ট থাকলে খুব সাবধান, বন্ধ হতে পারে আপনার একাউন্ট

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Punjab National Bank Update -আপনি কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্যবহার করেন ? তাহলে আমরা আপনার জন্য একটি গুরুত্বপুর্ণ খবর নিয়ে এসেছি। এই ব্যাঙ্ক তাদের অনেক গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আমাদের দেশের বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে একটি। এই ব্যাংকটির গ্রাহকের সংখ্যা ২৫ কোটির বেশি।

এই ব্যাংকটি সম্প্রতি একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। ব্যাঙ্ক জানিয়েছে যেই গ্রাহকদের অ্যাকাউন্ট তিন বছর ধরে নিষ্ক্রিয় হয়ে আছে তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।

কিসের জন্য অ্যাকাউন্ট বন্ধ করা হবে?

আসলে ব্যাংকিং সুরক্ষা বাড়াতে ও ফ্রড কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে এই ব্যাঙ্ক। অনেক গ্রাহকই তাদের সেভিংস অ্যাকাউন্ট খোলার পর সেটিকে আর ব্যবহার করেন না। তাই সেই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় অ্যাকাউন্টে পরিণত হয়।

নতুন নিয়ম মতে যাদের অ্যাকাউন্ট দীর্ঘ তিন মাসে কোনো লেনদেন হয়নি তাদের অ্যাকাউন্ট (Punjab National Bank Update) ইনএক্টিভেট তালিকায় পড়বে। আগামী ২৬ মার্চের মধ্যে কোনো পদক্ষেপ না নেওয়া হলে সেগুলো অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।

রাজ্যে রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনা, কারা পাবেন দেখেনিন এখনই।

অ্যাকাউন্ট এক্টিভ করাতে কী করতে হবে?

যদি আপনি আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অনেকদিন ধরে কোনোদিন কোন লেনদেন করেন নি তবে আজই ছোটোখাটো একটি লেনদেন করে নিন। আপনি ব্যাংকে গিয়ে টাকা জমা, তোলা অথবা অনলাইন ব্যাংকিংয়ের মাধম্যে টাকা ট্রান্সফার ও যেকোনো রকমের লেনদেন করে নিতে পারেন। এতে আপনার অ্যাকাউন্ট এক্টিভ থাকবে ও বন্ধও হবেনা।

কেন এই সাবধানতা দরকার? (Punjab National Bank Update)

এই সিদ্ধান্তের জন্য এই ব্যাংকের লাখ লাখ গ্রাহকেরা বিপদে পড়তে পারেন। বেশিরভাগ যারা দীর্ঘদিন ধরে অ্যাকাউন্ট ব্যবহার করেন নি। কেউ কেউ হয়তো মনেই করতে পারেন না যে তাদের অ্যাকাউন্টে আদেও তাদের অ্যাকাউন্টে টাকা রয়েছে ও সেটিকে পরবর্তীতে ব্যবহার করাও যায়।

এখনো সময় আছে ২৬ তারিখের আগেই নিজের অ্যাকাউন্ট এক্টিভ করে নিন। নাহলে আপনি পরবর্তীতে বিপদে পড়বেন। ব্যাঙ্ক আগে এই বার্তাটি জানিয়ে দিয়েছে গ্রাহকদের সর্তক করার জন্য। তাই অ্যাকাউন্ট বন্ধ না করতে চাইলে কম করেও একটি লেনদেন করে ফেলুন।

মার্চের শুরুতে বেড়ে গেল LPG গ্যাসের দাম! জানুন আজকে গ্যাসের কতো দাম?