Reliance jio Recruitment 23-2024 – রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। যে সমস্ত চাকরি প্রার্থীরা নামিদামি প্রাইভেট সংস্থায় কাজ করবেন বলে বা কাজের সন্ধানের জন্য অপেক্ষা করছিলেন তাদের আর চিন্তার কোন কারণ নেই। রিলায়েন্স জিও কোম্পানিতে ন্যূনতম যোগ্যতায় প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে তার আপডেট তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করেছে।
এখানে পুরুষ ও মহিলা প্রার্থী আবেদনযোগ্য। গ্র্যাজুয়েশন, উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পাশেও এখানে অনেক শূন্যপদ আছে আপনারা অনায়াসে আবেদন করতে পারবেন। এছাড়া আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।
নিয়োগ সংস্থা | Reliance jio Infocomm Ltd. |
পদের নাম | Various |
মোট শূন্যপদ | নিজে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদনের শেষ তারিখ | .. |
নতুন চাকরির খবর – কৃষি দপ্তরের কর্মী নিয়োগ, ৩০,০০০/- টাকা প্রতিমাসে বেতন
পদের নাম (Reliance jio Recruitment 23-2024)
এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Business Operations, Freelancer, Sales and distribution, Customer Service, Engineer, It, Freelancer – Sales Associate, Jio Smart Sales Trainee ।
বয়স সীমা ও বেতন
১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা (Reliance jio Recruitment 23-2024) এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে।
২) যে সমস্ত ইচ্ছুক প্রার্থীরা এই প্রাইভেট সংস্থা আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে যেহেতু অনেক গুলি শূন্যপদ আছে প্রত্যেক শুন্যপদে আলাদা আলাদা বেতন উল্লেখ করা আছে তবুও এখানে সর্বনিম্ন বেতন শুরু হচ্ছে ১৩,০০০/- টাকা থেকে।
শিক্ষাগত যোগ্যতা (Reliance jio Recruitment 23-2024)
এখানে অনেকগুলি শূন্য পদ আছে এবং প্রত্যেক শূন্য পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগবে যেমন কোন পদের জন্য মাধ্যমিক পাস আবার কোন পদের জন্য উচ্চমাধ্যমিক বা গ্রেজুয়েশন সেক্ষেত্রে কোন পদে আপনারা আবেদন করবেন সেই পদের শিক্ষাগত যোগ্যতা দেখে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
careers.jio.com পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া
এখানে নিয়োগ করা হতে পারে সরাসরি ইন্টারভিউ এবং পার্সোনাল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন মাধ্যমিক যত সম্ভব নিয়োগ পদ্ধতি সম্পূর্ণ হতে পারে।
কি ভাবে আবেদন করতে হবে?
১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল (Reliance jio Recruitment 23-2024) ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | careers.jio.com |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
More Details | Click Here |
নতুন চাকরির খবর –গ্রাম পঞ্চায়েত দপ্তরে নতুন কর্মী নিয়োগ