RPF Constable Recruitment 2024 – চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। Railway Protection Force (RPF) তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ হয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | Railway Protection Force (RPF) |
পদের নাম | Constable |
মোট শূন্যপদ | ৪২০৮ |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদনের শেষ তারিখ | ১৪-০৫-২০২৪ |
নতুন চাকরির খবর – LIC – তে কর্মী নিয়োগ, ইন্টারভিউ মাধ্যমে চাকরি
পদের নাম ও শূন্যপদ
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Sub-Inspector, Constable।
২) এখানে মোট শূন্যপদ ৪২০৮ টি।
বয়স সীমা ও বেতন (RPF Constable Recruitment 2024)
১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে তাছাড়া Sub-Inspector পদের ক্ষেত্রে ২০ থেকে ২৮ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করা যাবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের বয়সের জন্য বিশেষ ছাড় ও এখানে পাওয়া যাবে। বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
২) যেহেতু এখানে দুটি পদ আছে সে ক্ষেত্রে দুটি পদে আলাদা আলাদা বেতন আছে নিচের বিস্তারিত উল্লেখ করা হলো।
Sub-Inspector – এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ৩৫,৪০০/- টাকা প্রদান করা হবে।
Constable – কনস্টেবল পদে আবেদন করার পরে যদি আপনারা চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ২১,৭০০/- টাকা প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (RPF Constable Recruitment 2024)
এখানে দুটি পদ আছে প্রত্যেক পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে। কনস্টেবল পদে আবেদন করতে হলে মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন করা যাবে। তাছাড়া সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে হলে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করলে এখানে আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
rpf.indianrailways.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সংস্থার (RPF Constable Recruitment 2024) বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে তিনটি ধাপের মাধ্যমে নিউ প্রক্রিয়া সম্পূর্ণ হবে সর্বপ্রথম CBT পরীক্ষা নেওয়া হবে এরপরে (PET) পরীক্ষা ও শারীরিক মাপজোক (PMT) মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।
আবেদন মূল্য কি আছে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে আপনাদের আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
কি ভাবে আবেদন করতে হবে?
১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল (RPF Constable Recruitment 2024) ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
আবেদনের শেষ | ১৪-০৫-২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | rpf.indianrailways.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
নতুন চাকরির খবর – রাজ্যের হাসপাতালে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ
বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।
আবেদন কারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করতে পারেন।