Sawan Somwar Rashifal – এই সোমবার থেকে চার রাশির কপাল খুলতে চলেছে, এর মধ্যে আপনার রাশি আছে ?

Sawan Somwar Rashifal – আগামী সোমবার হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। ওই দিন পড়েছে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। তাছাড়াও থাকছে পুনর্বাসু এবং পুষ্য নক্ষত্র গঠিত হচ্ছে। আর তার সাথে সাথেই থাকছে সর্বাত্মক সিদ্ধি যোগও। যার ফলে বারোটি রাশির মধ্যে চারটি রাশির ভাগ্য ফিরতে চলেছে। 

লোকবিশ্বাস, এই শ্রাবণ মাসে প্রতি সোমবার শিব পুজো করলে বা সাধনা করলে সমস্ত ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করে স্বয়ং ভোলে বাবা। বহু মানুষ এই (Sawan Somwar Rashifal) সোমবার পালন করে বিভিন্ন ধরনের রোগ জটিল সমস্যা থেকে মুক্তি পান। তো চলুন আর দেরি না করে কোন চার রাশির সময় ভালো হতে চলেছে এবং আগামী মাসের দিনগুলো ভালো কাটবে কোন কোন রাশির সেগুলো নিয়ে আজকের এই রাশিফলটি।

শুরু হয়ে গেছে গৃহলক্ষ্মী যোগ, দারুন সুযোগ আসতে চলেছে এই ৪ রাশি।

কোন চার রাশির (Sawan Somwar Rashifal) ভালো সময় আসতে চলেছে?

মেষ – মেষ রাশির (Sawan Somwar Rashifal) জাতক জাতিকাদের এই সময় ধর্মীয় কাজে ঝোঁক বাড়বে। পরিবারের কাছ থেকে টাকা পাওয়ার যোগ দেখা যাচ্ছে। বন্ধু মহলে বেশ ভালো সময় কাটবে। নিজের বুদ্ধিতে বিপদ থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করতে হবে। কাছের মানুষদের সাথে ধর্মীয় স্থানে তীর্থযাত্রায় যেতে পারেন। চাকরির স্থানে শুভ যোগ আসতে পারে। হঠাৎ করে নতুন কর্ম পাওয়ার যোগ হতে পারে। 

মিথুন – মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময় পরিবারে শুভ কাজ হবে। কর্মস্থানে ভালো উন্নতি ঘটবে। বাড়ির গুরুজনদের ভালো সাপোর্ট পাবেন। নতুন কিছু কেনাকাটা হতে পারে। ব্যবসার দিকে উন্নতির যুগ দেখা যাচ্ছে। প্রেমিকার সঙ্গে ভালো সময় কাটবে। হঠাৎ কোনো দ্রব্য প্রাপ্তি হতে পারে।

Dhan Yog Rashifal 2023

ধনু – এই রাশির জাতক জাতিকাদের মনে বিশেষ সুখের অনুভূতি জাগতে পারে। বাড়িতে আত্মীয় আসতে পারে। ফটকা টাকা আসার যোগ দেখা যাচ্ছে। ব্যবসায় প্রবল উন্নতি হবে। মাসের শেষে ব্যয় বাড়তে পারে। নতুন (Sawan Somwar Rashifal) কোন কাজের সুযোগ আসতে চলেছে। ধর্মীয় অনুষ্ঠানে যোগদান দেখা যাচ্ছে। হারিয়ে যাওয়া দ্রব্য ফিরে আসার যোগ দেখা যাচ্ছে। কাজে স্থান শুভ।

বৃশ্চিক – নতুন কোন কাজের (Sawan Somwar Rashifal) যোগাযোগ হতে চলেছে। ফটকা টাকা ইনকামের যোগ দেখা যাচ্ছে। নতুন করে সম্পর্কে জড়িয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে। নতুন বাহন লাভ দেখা যাচ্ছে। বন্ধুদের আগমন হতে পারে। বাড়িতে মায়ের সঙ্গে ভালো সময় কাটতে চলেছে। প্রমোশন হওয়ার যোগ আসতে চলেছে। অফিসে বসের সহযোগিতা পেতে পারেন।

এই ৪ রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে আজ থেকে