SBI Bank Job Vacancy 2025 – স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দপ্তরের তরফে চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। এখানে ইচ্ছুক প্রার্থীরা রিটেল প্রোডাক্টস ম্যানেজার পদে অনলাইন এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি কি হবে? বয়সসীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া |
পদের নাম | Retail Products Manager |
মোট শূন্যপদ | নিচে উল্লেখিত |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদনের শেষ তারিখ | ২৬/০৩/২০২৫ |
পদের নাম ও শূন্যপদ
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Retail Products Manager।
২) এখানে মোট শূন্যপদ ০৪ টি।
বয়স সীমা ও বেতন
১) এই রিটেল প্রোডাক্টস ম্যানেজার পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ২৮ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স ৩১/১২/২০২৪ তারিখ অনুসারে হিসাব করা হবে। বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
২) উল্লিখিত পদে আবেদন করার পরে চাকরি পেলে প্রতি মাসে সর্বনিম্ন ৮৫,৯২০ টাকা থেকে সর্বোচ্চ ১,০৫,২৮০ টাকার মধ্যে বেতন প্রদান করা হবে। তবু আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে আবেদন করবেন।
শিক্ষাগত যোগ্যতা (SBI Bank Job Vacancy 2025)
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) /পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট (পিজিডিএম) / ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম (পিজিপিএম) / যে কোনও বিষয়ে মাস্টার অফ ম্যারেজমেন্ট স্টাডিজ (এমএমএস) কোর্স করতে হবে। এছাড়া আবেদনকারীদের রিটেইল ব্যাঙ্কিং-এ তফসিল বাণিজ্যিক বাঙ্কায় নির্বাহী / তত্ত্বাবধায়ক / ব্যবস্থাপক হিসাবে ন্যূনতম ৫ বছরের পোস্ট-যোগ্যতার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
sbi.co.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১) জন্ম তারিখের প্রমাণপত্র।
২) আইডি প্রুফ।
৩) অভিজ্ঞতা সংস্থাপত্র ।
৪) PwBD সার্টিফিকেট।
৫) শিক্ষাগত শংসাপত্র হিসাবে মার্কশীট/ডিগ্রী সার্টিফিকেট।
৬) পাসপোর্ট সাইজের ছবি।
৭) আবেদনকারীর স্বাক্ষর।
নিয়োগ প্রক্রিয়া (SBI Bank Job Vacancy 2025)
এখানে প্রার্থীদের অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
আবেদনমূল্য
এই পদে আবেদন করার জন্য General/EWS/OBC ক্যাটাগরি প্রার্থীদের ৭৫০ টাকা আবেদন মূল্য জমা করতে হবে। SC/ST/PwBD ক্যাটাগরি প্রার্থীদের কোনরকম আবেদন মূল্য জমা করতে হবে না।
কি ভাবে আবেদন করতে হবে?
এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের আমাদের প্রতিবেদনের নিচে যে অফিসিয়াল ওয়েবসাইটে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। এরপর এপ্লাই নাও অপশনে ক্লিক করে নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। এরপর নিজেদের সমস্ত ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | … |
আবেদন শেষ | ২৬/০৩/২০২৫ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | sbi.co.in/ |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
ECIL কলকাতা দপ্তরে কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ৪০ হাজার টাকা।
বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।