SBI গ্ৰাহকদের এবার মুশকিল আসান, নতুন নিয়মে কত রাখতে হবে অ্যাকাউন্টে জানুন।
State Bank of India (SBI) হল দেশের কয়েক কোটি মানুষের প্রধান ভরসাস্থল। ব্যাংকে অ্যাকাউন্ট খোলা, লকার খোলা কিংবা ব্যাংক থেকে ঋণ নেওয়ার কথা মাথায় এলেই আমরা State Bank of India কে অগ্ৰাধিকার দিয়ে থাকি। আর একবার অ্যাকাউন্ট খুললে সেখানে গ্ৰাহকদের নির্দিষ্ট পরিমাণ ব্যালান্স রাখতে হয় নচেৎ গ্ৰাহকদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।
এবার থেকে State Bank of India-এর Minimum Balance-এ কিছু পরিবর্তন আসতে চলেছে।
পূর্বে ২০২০ সালে SBI-এর তরফ থেকে এই প্রসঙ্গে স্থির করে দেওয়া হয়েছিল গ্ৰাহকদের Minimum Balance-এর পরিমাণ। Metro City-র ক্ষেত্রে তা ছিল ৩,০০০ টাকা, শহর ও গ্ৰামের ক্ষেত্রে ছিল যথাক্রমে ১,৫০০টাকা ও ৫০০ টাকা।
ব্যাংকে লকার থাকলে এক্ষুনি দেখে নিন, RBI-এর তরফ থেকে জারি হল নয়া নির্দেশিকা।
আর Minimum Balance উক্ত সীমার নীচে গেলেই গ্ৰাহকদের নির্দিষ্ট পরিমাণ ফাইন দিতে হত। এই নিয়ে গ্ৰাহকদের ক্ষোভের শেষ ছিল না। কিন্তু,এই ২০২২ সালে State Bank of India কর্তৃপক্ষ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে গ্ৰাহকদের তাদের অ্যাকাউন্ট চালু রাখার জন্য অ্যাকাউন্টে আর কোনো Minimum Balance রাখার প্রয়োজন পড়বে না।
পূর্বে ২০২০ সালের চুক্তি অনুযায়ী State Bank of India-তে গ্ৰাহকদের ন্যূনতম ব্যালান্স না থাকলে ফাইন দিতে হত। কিন্তু এবার থেকে গ্ৰাহকদের আর এই ফাইনের সমস্যায় পড়তে হবে না। এই শুনে SBI গ্ৰাহকরা খুবই খুশি। পাশাপাশি SBI-তে Savings Account খোলার পর তা বন্ধ করলে Closing Charge দিতে হত।
PM Kisan Yojana – কৃষকরা পাবে বার্ষিক ৬০০০ টাকা ভাতা। কোথায় আবেদন করবেন দেখুন।
কিন্তু, নতুন নিয়ম অনুযায়ী অ্যাকাউন্ট খোলার ১৪ দিনের মধ্যে তা বন্ধ করলে কিংবা পুরোনো Savings Account বন্ধ করলে কোনোপ্রকার Closing Charge দিতে হবে না। তবে ১৪দিন থেকে ১ বছরের মধ্যে বন্ধ করলে ৫০০টাকা Closing Charge দিতে হবে।
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Arpita Sen.