Shani Vakri 2024 – জ্যোতিষ শাস্ত্রের কর্মফল দাতা হিসেবেই পরিচিত শনি। বর্তমানে শনি তার মূল ত্রিভুজ রাশি কুম্ভ রাশিতে রয়েছেন। ৩০ জুন রবিবার বেলা ১২টা ৩৫ মিনিট থেকে বক্রী হবেন শনি। ১৫ নভেম্বর পর্যন্ত ১৩৯ দিন শনি কুম্ভ রাশিতে বিপরীতমুখী অবস্থান করবেন। শনি বক্রী হলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে পাঁচ পাঁচটি রাশির। তালিকায় কি রয়েছে আপনার রাশি? জানুন…
মেষ রাশি
শনি বক্রী হওয়ার জন্য মেষ রাশির জাতকরা অর্থ লাভের সুযোগ পাবে। অর্থ সংক্রান্ত সমস্ত জটিলতা কেটে যাওয়ার পাশাপাশি আর্থিক অবস্থা ভালো হবে। তৈরি হবে নতুন উপার্জনের পথ। শনির বিপরীত গতিতে প্রকৃত বন্ধুদের চিনতে পারবেন এই রাশির জাতকরা। কারণে আপনি আর্থিক লাভের নতুন সুযোগ পেতে পারেন। যশ-খ্যাতি বাড়বে। তবে অন্যায় থেকে দূরে থাকুন।
ধনু রাশি (Shani Vakri 2024)
শনি বক্রী হলে ধনু রাশির জাতকরা কর্মক্ষেত্রে নিজের দাপট বজায় রাখতে পারবেন। আপনার যেকোনো কাজের প্রশংসার পাশাপাশি আপনার নেওয়া সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণিত হবে। সহকর্মীদের সমর্থন পাবেন। প্রেম জীবন এবং পারিবারিক জীবন খুব সুখী হবে। শনিদেবের আশীর্বাদ লাভ করবেন এই রাশির জাতকরা।
মকর রাশি
শনিদেবের আশীর্বাদে মকর রাশির জাতক (Shani Vakri 2024) জাতিকার সম্পদ বৃদ্ধি করতে পারবেন। হঠাৎ করেই বড় আর্থিক লাভ হতে পারে। এই সময় যে কোন কাজের জন্য সিদ্ধান্ত নিলে তাতে পরিবারের সমর্থন পাবেন। তবে কথা বলার সময় সঠিকভাবে শব্দ চয়ন করুন। অন্যথায় কাজে ব্যাঘাত সৃষ্টি হতে পারে।
(Shani Vakri 2024)
কুম্ভ রাশি
কুম্ভ রাশির শাসক শনি। সেক্ষেত্রে শনির বিপরীতমুখী চলন যেকোনো আটকে থাকা কাজ পরিপূর্ণ হতে সহায়তা করবে। তবে সে ক্ষেত্রে কঠোর ধৈর্য সহকারে তাড়াহুড়ো না করে কাজ করতে হবে। যদি কোন কাজের পরিকল্পনা করে থাকেন তা বাস্তবায়িত করার চেষ্টা করুন এই সময়।