Shukra Asta Rashifal 2023 – আগামী মাসে অর্থাৎ অগাস্টে ৩ তারিখে সিংহ রাশিতে অস্ত যাবে শুক্র। ঠিক তখন ওই সময় শুক্র বক্রী গতিতে থাকবে। শাস্ত্রমতে শুক্র কে সুখ ও সৌভাগ্যের গ্রহ বলে মানা হয়। সাধারণত এই শুক্র গ্রহ ভোগ,বিলাস, আয় উন্নতি, দিয়ে থাকেন কিন্তু এই শুক্র সিংহ রাশিতে অস্ত যাওয়ার ফলে তার প্রভাব দুর্বল হয় এবং বিভিন্ন রাশির ব্যক্তির জীবনে নেতিবাচক প্রভাব পড়ে। তাই এই জ্যোতিষ শাস্ত্র মতে তাদের গণনা অনুযায়ী এই শুক্র সিংহ রাশিতে অস্ত্র যাওয়া কালীন সেই সময় পাঁচ রাশির জন্য খুব একটা ভালো ফলদায়ক দেবে না। এই সময় বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে এই ৫ রাশির।
শুক্র সিংহ রাশিতে অস্ত যাওয়ার ফলে এই সময় (Shukra Asta Rashifal 2023) হঠাৎ অর্থ অভাব দেখা দিতে পারে। আবার বিভিন্ন রকম ঝামেলার মধ্যেও জড়িয়ে যাওয়া সম্ভাবনা আছে। বাড়ির পরিবারদের স্বাস্থ্যহানির প্রভাব দেখা যায়। তো চলুন আপনারা জেনে নিন কোন পাঁচ রাশির এই সময়কালে খারাপ চলতে পারে।
শুরু হয়ে গেছে গৃহলক্ষ্মী যোগ, দারুন সুযোগ আসতে চলেছে এই ৪ রাশি।
যে ৫ রাশির (Shukra Asta Rashifal 2023) সময় খারাপ হতে চলেছে সেগুলি হল
তুলা রাশি (Libra Zodiac)
তুলা রাশির জাতক জাতিকাদের এই সময়ে (Shukra Asta Rashifal 2023) স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। কাজের জায়গাটা খুব একটা ভালো যাবে না। মায়ের স্বাস্থ্য দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে আপনার সম্পর্ক প্রভাবিত হতে পারে। বিনা কারণে একাধিক সমস্যায় জড়িয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে। প্রেম জীবনে আবদ্ধ থাকলেও সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক খুব একটা ভালো কাটবে না। পেটের গোলযোগও দেখা যেতে পারে। অর্থ অভাব ঘটতে পারে।
মীন রাশি (Pisces Zodiac)
মীন রাশির জাতক জাতিকাদের শিক্ষা ও প্রেম ক্ষেত্রে বিশেষ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এই সময়কালীন (Shukra Asta Rashifal 2023) প্রেমে একাধিক ঘাত – প্রতিঘাত দেখা দিতে পারে। শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনায় অনিহা দেখা যেতে পারে। আবার উচ্চশিক্ষার ক্ষেত্রে একাধিক বাধা সম্মুখীন হওয়া সম্ভাবনা রয়েছে। মায়ের শরীর খুব একটা ভালো যাবে না। এই সময়কালে শেয়ারবাজারের লগ্নি না করাই ভালো। অর্থ সংকট দেখা যেতে পারে। অফিসে বসের সঙ্গেও ঝামেলার যোগ দেখা যাচ্ছে।
ধনু রাশি (Sagittarius Zodiac)
ধনু রাশির জাতক জাতিকাদের এই সময়কালে বিভিন্ন রকম সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন। অফিসের (Shukra Asta Rashifal 2023) সহকর্মী আপনার বিরুদ্ধে বড়সড়ো ষড়যন্ত্র করতে পারে। এই সময়কালে আপনি কারোর উপর বিশ্বাস করে ঠকতে পারেন। শুভ কাজে বাধা সৃষ্টি দেখা যেতে পারে। এই সময় শেয়ার বাজারের লোক না করাই ভালো। পেটের গোলযোগ বিশেষভাবে দেখা যাচ্ছে। প্রেমের ব্যাপারেও একটু সাবধান থাকুন। এই সময় বিয়ের কথাবার্তা না করাই ভালো।
মিথুন রাশি (Gemini Zodiac)
মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময় বিশেষভাবে আর্থিক সংকটের সম্মুখীন হতে হবে। পরিবারের আত্মীয়দের (Shukra Asta Rashifal 2023) সঙ্গে কথা কাটাকাটি ও হতে পারে। ব্যবসায় খুব একটা উন্নতি থাকবে না। বিদ্যার্থীদের এই সময় খুব একটা শুভ নয়। হওয়া কাজ না হওয়া সম্ভব নয় বেশি। মায়ের শরীরের যত্ন নিতে হবে। পাওয়া টাকা হঠাৎ করে আটকে যেতে পারে। অনলাইনে টাকা আদান প্রদান দেখে করতে হবে। প্রেমের ব্যাপারে খুব একটা ভালো যাবে না।
কন্যা রাশি (Virgo Zodiac)
এই সময়কালে (Shukra Asta Rashifal 2023) দাম্পত্য জীবনে বিশেষ সমস্যার সম্মুখ হতে পারে। হাতে টাকা পয়সা একদমই থাকবে না। পাওনা টাকা হঠাৎ আটকে যেতে পারে। ব্যাংকে লোন সম্বন্ধ কোন কাগজ আটকে থাকতে পারে। প্রেমের ব্যাপার খুব একটা ভালো যাবে না। পেটের গোলযোগ দেখা যেতে পারে। হঠাৎ করে হাওয়া কাজ আটকে যেতে পারে। উচ্চ শিক্ষায় বাধা আসতে পারে। বাবার সাথে মনোমালিন্য দেখা যেতে পারে। বাড়ির পোষ্য প্রাণীদের যত্ন নেওয়া দরকার।
শুরু হয়ে গেছে গৃহলক্ষ্মী যোগ, দারুন সুযোগ আসতে চলেছে এই ৪ রাশি।