Special GK 1 – জেল পুলিশ ও আসন্ন ক্লার্ক গ্রুপ ডি পরীক্ষার জন্য স্পেশাল GK শুধুমাত্র আপনাদের জন্য।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Special GK 1 – ইতিমধ্যে আমরা প্রত্যেকেই জানি রাজ্যে ফুড SI, ক্লার্ক, গ্রুপ ডি সহ বিভিন্ন পরীক্ষার আবেদন শুরু হয়ে গেছে যার ফলে আগামী দিনে রাজ্যের একাধিক দপ্তরে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ হতে চলেছে। আর সেই সমস্ত পরীক্ষার কথা মাথায় রেখেই শুধুমাত্র আপনাদের জন্য এই স্পেশাল GK সেটটি আপনাদের সামনে নিয়ে এসেছি। এখানে বাছাই করা প্রতিদিন ২৫ টি Special প্রশ্ন ও উত্তর আপনাদের সামনে থাকবে। আশাকরি আপনারা রেগুলার এই GK গুলি ফলো করে পরীক্ষায় সফল হতে পারবেন।

Special GK 1 – স্পেশাল GK শুধুমাত্র আপনাদের জন্য

১) পিঁপড়ার মধ্যে কোন এসিড পাওয়া যায়?

Answer – ফরমিক এসিড।

২) ভারতের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র হল-

Answer -শ্রীহরিকোটা।

৩) বিশ্বখ্যাত হ্যারি পটার সিরিজের লেখক কে?

Answer -জে কে রাওলিং।

৪) ভারতীয় বিচার ব্যবস্থার শীর্ষে কে রয়েছে?

Answer -সুপ্রিম কোর্ট

৫) পাল বংশ কোথায় রাজত্ব করেছিল?

Answer -বিহার

Special GK 1

৬) হিন্দু মহাসভার প্রথম অধিবেশন কবে বসে?

Answer -১৯১৫, এপ্রিল

৭) রঞ্জিত সিং কোন মিশলের অধিপতি ছিলেন?

Answer -সুকারচুকিয়া

৮) ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী হলেন –

Answer – আশাপূর্ণা দেবী।

৯) কলকাতা বিধানসভা কত সালে প্রতিষ্ঠিত?

Answer -১৯৩১ সালে।

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১০) বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি?

Answer -ক্যাস্পিয়ান সাগর

১১) গান্ধীজি কোন আন্দোলনে ‘কারেঙ্গে ইয়ে মারেঙ্গে’ এই কথাটি বলেছিলেন?

Answer -ভারত ছাড়ো আন্দোলনে।

১২) ভারতের লোকসভার সদস্য সংখ্যা –

Answer -৫৪৫ জন।

১৩) কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

Answer -পূর্ব মেদিনীপুর।

১৪) নিম্নলিখিত কাকে রাষ্ট্রগুরু বলে অভিহিত করা হয়?

Answer -সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

১৫) বাহমনি রাজ্যের রাজধানীর নাম কি ছিল?

Answer -গুলবর্গা

১৬) বিখ্যাত মারকানা মার্বেলের খনি কোন রাজ্যে অবস্থিত?

Answer -রাজস্থান

Special GK 1

১৭) পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীর নাম কী?

Answer -তিমি

১৮) নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত?

Answer -হকি

১৯) ‘লীলাবতী’ লিখেছিলেন—

Answer -ভাস্করাচার্য

২০) বাংলার নানা সাহেব কাকে বলা হয়?

Answer -রমরতান মল্লিক।

Special GK 1

২১) করোনা ভাইরাস মানব দেহের কোন অংশকে আক্রান্ত করে?

Answer -ফুসফুস

২২) ‘প্রজ্ঞাপারমিতা সূত্র’ -এর রচয়িতা কে?

Answer -নাগার্জুন

২৩) পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?

উঃ গ্রিনল্যান্ড

২৪) সবুজ সোনা কাকে বলা হয়?

Answer -চা

২৫) ভারতের শাসন ব্যবস্থার সমস্ত কাজ কার অধীনে হয়?

Answer -সংসদ

নতুন চাকরির খবর – Click Here