১২ হাজার টাকা দেবেন প্রধানমন্ত্রী! জেনে নিন Swachh Bharat Mission Gramin Toilet অ্যাপ্লিকেশন পদ্ধতি।
আপনার বাড়িতে কি টয়লেট নেই? কোনরকম নিজস্ব খরচ ছাড়া পুরোপুরি সরকারি সাহায্যের মাধ্যমে আপনি কি আপনার বাড়িতে একটি নতুন টয়লেট বানাতে চান! তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যই। হ্যাঁ বর্তমানে আপনারা কেন্দ্রয় সরকারের স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের (Swachh Bharat Mission Gramin Toilet) মাধ্যমে আপনার বাড়িতে টয়লেট বানানোর জন্য পেতে পারেন প্রায় ১২০০০ টাকা। কিন্তু এটি পাওয়ার জন্য আপনি কিভাবে আবেদন করবেন, স্টেপ বাই স্টেপ নীচে বলা হলো।
এই টাকার মাধ্যমে আপনার বাড়িতে একটি টয়লেট বানিয়ে নিতে পারেন। বিশেষ করে বাড়ির মহিলাদের সুরক্ষিত ভাবে টয়লেট করতে পারবে, স্বচ্ছ ভারত অভিযানের (Swachh Bharat Mission Gramin Toilet) মাধ্যমে।
আরও পড়ুন- Caste Certificate Download – এক মিনিটে ঘড়ে বসে কাস্ট সার্টিফিকেট Download করুন।
- সবার প্রথমে আপনাকে sbm.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে এবং Application Form For IHHL এই অপশনে ক্লিক করতে হবে।
- এরপর সিটিজেন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে,মোবাইল নাম্বার,নাম, লিঙ্গ, ঠিকানা, রাজ্য বসিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- এরপর আপনার কাছে একটি লগইন আইডি ও পাসওয়ার্ড চলে আসবে। তারপরে আপনাকে পুরনো পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিজের মত একটি নতুন পাসওয়ার্ড দিতে হবে। দিয়ে সাবমিট অপশন এ ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে।
- এরপর নতুন করে লগইন করে বাঁদিকে ৩ ডট এ ক্লিক করে নিউ অ্যাপ্লিকেশন অপশন এ ক্লিক করতে হবে ।
আরও পড়ুন – পাচ্ছেন না লক্ষ্মীর ভান্ডার ! এই ভুলগুলো করেন নি তো
- এবার এখানে আপনাকে রাজ্যের নাম, জেলার নাম ,ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম ,গ্রামের নাম এবং আপনার নিকটবর্তী স্থানের নাম বসাতে হবে
- এরপর সেকশন বি তে আপনার আঁধার কার্ডে যে নামটি রয়েছে সে নামটি বসাতে হবে এবং দ্বিতীয় ঘরে আধার নাম্বারটি বসিয়ে আপনার আধার নাম্বারটি ভেরিফাই করতে হবে।
- এরপর আপনার বাবা অথবা স্বামীর নাম , আপনার জেন্ডার, ক্যাটাগোরি, ফোন নাম্বার ,ঠিকানা ও ইমেইল আইডি বসান।
- এরপর সেকশন সিতে আপনার সমস্ত ব্যাংক ডিটেলস দিন।
- সবশেষে আপনার ব্যাংকের পাসবুকের প্রথম পাতার ছবি আপলোড করা আবশ্যিক। তবে সেটি ২০০ কেবির মধ্যে হওয়া আবশ্যিক।
- এরপর এপ্লাই বাটনে ক্লিক করলেই, আপনি অ্যাপ্লিকেশন করতে সফল হবেন এবং আপনাকে একটি এপ্লিকেশন আইডি দেওয়া হবে।
এরপর আপনি ওই ওয়েবসাইটে চোখ রাখুন। আপনার অনলাইনে করা আবেদনটি ভেরিফাই করার পর Approved করা হবে। এবং তারপর স্টেপ বাই স্টেপ এ গিয়ে খুব শীঘ্রই আপনার একাউন্টে টয়লেট তৈরি করার ১২ হাজার টাকা চলে আসবে। এবং আপনি আপনার বাড়িতে একটি টয়লেট বানিয়ে পারবেন। তবে মনে রাখবেন আপনি যদি সত্যি এই প্রকল্প পাওয়ার যোগ্য হন তবেই এখানে এপ্লাই করবে।