কিছুদিনের মধ্যেই এসি ট্রেনের টেক চলে আসবে শিয়ালদায়। তার আগেই এসি লোকাল ট্রেনের (Local AC Train) খরচ কেমন হবে জানিয়ে দিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।
এই ট্রেনটি মূলত শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত যাবে। কিন্তু জানেন কি এই ট্রেনে ছড়ার খরচ কত হবে? এর খরচ বাস ও অন্য পরিবহন থেকে খুবই কম।
আগের বছরই ঘোষণা করা হয়েছিল যে শিয়ালদা বিভাগে এসি ট্রেন চলবে। এরপর থেকেই যাত্রীরা এই ট্রেনটি শুরুর অপেক্ষায় রয়েছে। তবে শুধু সাধারণ মানুষেরাই নয় সরকারি ও বেসরকারি কর্মীরাও স্বস্তি পাবে।
মার্চের শুরুতেই বড় ধাক্কা! এবার থেকে অনলাইন পেমেন্টে কাটবে চার্জ
সূত্রমতে জানা গিয়েছে কিছুদিন আগেই চেন্নাই থেকে একটি রেক কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিছুদিনের মধ্যেই সেই রেক নারকেলডাঙায় পৌঁছে যাবে ও সেটির ট্রায়াল রান শুরু হয়ে যাবে।
ভাড়া কত হতে চলেছে ? Local AC Train
পূর্ব রেল জানিয়েছে এটি প্রথমে শিয়ালদার মেইন শাখায় চলবে। এর ভাড়ার তালিকাও বানিয়ে ফেলা হয়েছে। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন শিয়ালদা থেকে কৃষ্ণনগরে যেতে ভাড়া লাগবে ২৮০ টাকা। মানে একদিকের ভাড়া হবে ১৪০ টাকা ও মাসিক টিকিটের দাম হতে চলেছে ২,৮১৫ টাকা।
নিত্যযাত্রীদের এ নিয়ে কী মতামত ?
এখন মনে করা হচ্ছে কলকাতা ও অন্যান্য শহরে এই এসি পরিষেবা শুরু হলে সেই এলাকার অর্থনীতিতে অনেক বদল আসবে। নিত্যযাত্রীদের দাবি শিয়ালদা ডিভিশনে যাত্রীদের অনেক ভিড় হয়। সেই ভিড় কাটাতেই কলকাতার সরকারি ও বেসরকারি দফতরের
কর্মীরা ও অধিকারিরা শহরের আসেপাশেই ভাড়া নিয়ে থেকে যায়। এখন যদি যাতায়াতের সমস্যা দূর হয়ে যায় তো অনেকেই তাদের বাড়িতে থাকতে পারবেন। যেহেতু তাদের আয় বেশি ও তাদের খরচ করার ক্ষমতাও রয়েছে। তাই এতে গ্রাম ও মফস্বলের অর্থনীতি অনেক উন্নত হবে।
মার্চের শুরুতে বেড়ে গেল LPG গ্যাসের দাম! জানুন আজকে গ্যাসের কতো দাম?