মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ভালো নাম্বার পেতে এই পদ্ধতি মেনে চলুন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে এইভাবে টেস্ট পেপার সলভ করলে ৯০ থেকে ৯৫ শতাংশ নাম্বার আবশ্যিক

এসে গেছে নতুন বছর, আর নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গেই সামনে এগিয়ে আসছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বা নেই প্রায় ডিসেম্বর মাস থেকে পরীক্ষার্থীরা টেস্ট পেপার সলভ করা শুরু করে দিয়েছে। তবে এই টেস্ট পেপার সাধারণভাবে সলভ করলে হবে না, বেশ কিছু পদ্ধতি অবলম্বন করে সলভ করলে তবে ভালো ফল পাওয়া যাবে। অনেকে সবাই এই সমস্ত পদ্ধতি ফলো না করে টেস্ট পেপার প্র্যাকটিস করায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ভালো নাম্বার পান না। আজ আমরা টেস্ট পেপার সলভ করার এমন পদ্ধতি নিয়ে আলোচনা করব যেই পদ্ধতি আপনি যদি ফলো করেন আপনি খুব সহজেই ৯০ থেকে ৯৫ শতাংশ নাম্বার পেতে পারেন।

টেস্ট পেপার এর ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের সবথেকে বড় প্রশ্ন যে তারা কোন টেস্ট পেপারটি কিনবেন? তার একটাই উত্তর, বাজার চলতি সব টেস্ট পেপারই গুণগত মান বজায় রেখেই বের করা হয়, যে কোন টেস্ট পেপারই আপনি কিনতে পারেন। কিন্তু এই টেস্ট পেপারটি কিনে হাতে পাওয়ার পর বেশিরভাগ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী সবার প্রথমে ছোট প্রশ্ন ও তারপর বড় প্রশ্ন সলভ করা শুরু করে দেয়। এইভাবে টেস্ট পেপার সলভ করা উচিত নয়, একটি চ্যাপ্টার ওয়াইস টেস্ট পেপারকে সলভ করা উচিত।

আরও পড়ুন – মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশে সরকারের থেকে পান 10000 টাকা ! জেনে নিন পদ্ধতি। Nabanna Scholarship 2023.

এর জন্য শিক্ষার্থীকে প্রথমে যেকোনো একটি চ্যাপ্টার ভালো কোন রিভিশন করে নিতে হবে তারপর টেস্ট পেপারে সেই চ্যাপ্টারের বড় প্রশ্নগুলিকে প্র্যাকটিস করতে হবে। একদিনে পাঁচটি অথবা তার কম সেট সলভ করলেই যথেষ্ট। এভাবে টেস্ট পেপার প্র্যাকটিস করলে খুব তাড়াতাড়ি টেস্ট পেপার সলভ তো হবেই তার সঙ্গে সঙ্গে আপনার পুরানো বইয়ের চ্যাপ্টারগুলো রিভিশন হয়ে যাবে। তারপর বড় প্রশ্নর পরে ওই চ্যাপ্টারের শর্ট প্রশ্নগুলিকে প্র্যাকটিস করতে হবে।

এই স্টেপ গুলি ফলো করার পর শিক্ষার্থীকে বারবার ওই চ্যাপ্টারগুলোর উপরে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সময়ের কথা মাথায় রাখা প্রয়োজনীয়। এভাবে কমপক্ষে সপ্তায় দুটি করে পরীক্ষা দেওয়া আবশ্যিক। এভাবে পড়লে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা খুব সহজেই ৯০ থেকে ৯৫ শতাংশ নাম্বার পেতে পারেন। তাহলে আর দেরি না করে এক্ষুনি এই স্টেপ গুলি ফলো করা শুরু করে দিন। এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Soham Senapati.

Leave a Comment