Voter List Check 2024 – দেশের নাগরিকদের সামনের লোকসভা ভোট কবে হবে সে নিয়ে এক বিরাট উত্তেজনা ছিল। নির্বাচন কমিশনার এই দেশবাসীর অপেক্ষার উত্তেজনার অবসান ঘটিয়ে শেষমেষ প্রকাশ করল লোকসভা ভোটে তারিখ।
আগামী ১৯এ এপ্রিল তারিখ থেকে দেশের লোকসভা ভোটের প্রথম দফা শুরু হবে। এই দফায় দফায় ভোট চলতে থাকবে ১৯ এ এপ্রিল থেকে সর্বশেষ জুন মাসের ১ তারিখ পর্যন্ত। এই সময়কালে লোকসভা ভোটের তালিকায় দেশের ৯৭ কোটি ভোটারের নাম রয়েছে।
(Voter List Check Process 2024)
৯৭ কোটি ভোটারের মধ্যে আপনার নাম এই ভোটার লিস্টে আছে কিনা কিভাবে জানবেন ? কিভাবে এই ভোটার লিস্টে নাম চেক করতে হয় ? এই ভোটার লিস্ট কোথা থেকে ডাউনলোড করতে হয় ? এসব বিস্তারিত তথ্য সকল ভোটার প্রার্থীর জেনে রাখা প্রয়োজন । এখনই আপনার নাম ভোটার লিস্টে আছে কিনা চেক করে নিন।
নতুন চাকরির খবর –ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সহ বিভিন্ন পদে চাকরি, আবেদন করুন অনলাইনে
যে কোনো ভোটের ক্ষেত্র নাগরিকদের ভোটার কার্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভোটার কার্ড দেখানোর মাধ্যমে একজন দেশের নাগরিক ভোট দিতে সক্ষম হয়। ভোট দেওয়ার সময় একজন নাগরিকের ভোটার কার্ডে তার ঠিকানা, বসবাসের স্থান, দেশের নাগরিকত্ব সব বজায় থাকে। তাই ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটার কার্ড নাগরিকদের কাছে এক বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভোটার কার্ডকে আবার ইলেক্টর আইডেন্টিটি কার্ড বলা হয়ে থাকে।
ভোটার তালিকায় নাম চেকের পদ্ধতি (Voter List Check Process 2024)
দেশের সকল মানুষের কাছে ভোট হলো একটি স্বাধীন মতামত। কিন্তু আপনার নাম এই ভোটার লিস্টের তালিকায় আছে কিনা দেখে নিন। ভোটার লিস্টের তালিকায় নিজের নাম চেক করার জন্য নিচের পদ্ধতিগুলো ভালোভাবে অবলম্বন করতে হবে।
১) দেশের নাগরিকদের ভোটার তালিকায় নিজের নাম চেক করার জন্য প্রথমে nvsp ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং ডানদিকে থাকা সার্চ ইন ইলেক্টোরাল রোলে অপশন এ ক্লিক করতে হবে।
২) এই অপশনে ক্লিক করার পর একটি পেজ সিন হবে যেখানে নিজের নাম, বাবার নাম, জন্মতারিখ, জেন্ডার, রাজ্য, ভাষা, জেলার নাম সিলেক্ট করে ক্যাপচা কোড বসিয়ে সার্চ বাটনে ক্লিক করতে হবে।
৩) সার্চ বাটনে ক্লিক করার পর একটি তালিকা প্রকাশিত হবে যেখান থেকে নিজের নাম সার্চ করে দেখে নিতে পারবেন। এই উপরিক্ত পদ্ধতিগুলি অবলম্বন করে যেকোনো নাগরিক ভোটার লিস্টে নিচের নাম আছে কিনা জেনে নিতে পারবে।