WB BDO Recruitment 2023 – রাজ্যর একটি জেলায় নতুন করে হেল্পার ও রাধুনী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে ছেলে ও মেয়ে উভয় চাকরিপ্রার্থী আবেদনযোগ্য। ইচ্ছুক প্রার্থীরা খুব সহজে অনলাইন এর মাধ্যমে আবেদন করে নিতে পারবে। শিক্ষাগত যোগ্যতা কি লাগছে?
আবেদন মূল্য আছে কি না? আবেদন করার শেষ তারিখ কবে এইসব বিষয় নিয়ে সমস্ত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি করতে পারেন তাছাড়া সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।
নিয়োগ সংস্থা | BDO Office Nabagram Murshidabad |
পদের নাম | Cook & Helper |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করে দেওয়া আছে। |
আবেদন মাধ্যম | অফলাইনে |
আবেদন শেষ | ০৩-১০-২০২৩ |
নতুন চাকরির খবর – HDFC ব্যাঙ্কে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন
পদের নাম ও শূন্যপদ (WB BDO Recruitment 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Cook & Helper।
২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে ০২ জনকে নিয়োগ করা হবে।
বয়স সীমা ও বেতন (WB BDO Recruitment 2023)
১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের এখানে বয়সসীমা কত কি লাগছে সেটা জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।
২) যদি আপনারা এখানে (WB BDO Recruitment 2023) আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের এখানে বেতন হবেCook – এই পদের জন্য প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩,০০০/- টাকা ও Helper এই পদের জন্য প্রতি মাসে বেতন দেওয়া হবে ২,৫০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা (WB BDO Recruitment 2023)
শিক্ষাগত যোগ্যতা (WB BDO Recruitment 2023) জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে বলা হচ্ছে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
murshidabad.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
কি ভাবে (WB BDO Recruitment 2023) আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য (WB BDO Recruitment 2023) প্রার্থীদের সংস্কার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১৯-০৯-২০২৩ |
আবেদন শুরু | ১৯-০৯-২০২৩ |
আবেদন শেষ | ০৩/১০/২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | murshidabad.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
Download Form | Click Here |
নতুন চাকরির খবর –১৫০০ শূন্যপদে রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ, অনলাইন মাধ্যমে আবেদন