WB CMOH Recruitment 2023 – আবারো জেলার হাসপাতালে কর্মী নিয়োগ, বেতন শুরু ১৩,০০০ টাকা থেকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB CMOH Recruitment 2023 – রাজ্য সমস্ত বেকার যুবক-যুবতীদের জন্য খুশির খবর। রাজ্যের একটি জেলা থেকে চিফ মেডিকেল অফিসার দপ্তরের তরফ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা খুব সহজে অফলাইন মাধ্যমে আবেদন করে নিতে পারবে।

এছাড়া আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রথম থেকে শেষ অব্দি দেখুন, যাচাই করুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।

নিয়োগ সংস্থাCMOH Office Alipurduar
পদের নামVarious
মোট শূন্যপদনিচে উল্লেখ করা আছে
আবেদন মাধ্যমঅফলাইনে
আবেদন শেষ১২-১০-২০২৩

নতুন চাকরির খবর – রাজ্যের বিদ্যুৎ দপ্তরে চাকরি,সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ

পদের নাম – কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (WB CMOH Recruitment 2023)

১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে হলে আবেদনকারীদের ANM এবং GNM পাশ করা থাকতে হবে। এছাড়া আরো কিছু বিষয় উল্লেখ করা আছে বিজ্ঞপ্তিতে অবশ্যই দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন। 

২) মাসিক বেতন – যদি আপনার এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন হবে প্রতি মাসে ১৩,০০০/- টাকা হবে।
৩) শূন্যপদ – এই পদে ০৩ জনকে নিয়োগ করা হবে।
৪) বয়স সীমা –
এই পদে (WB CMOH Recruitment 2023)

 আবেদন করার জন্য প্রার্থীদের ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখানে পাওয়া যাবে। 

পদের নাম – মেডিকেল অফিসার (WB CMOH Recruitment 2023)

১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে হলে আবেদনকারীদের MBBS গ্র্যাজুয়েট এবং এক বছরের ইন্টার্নশিপ সম্পন্ন করে থাকলেই এখানে আবেদন করা যাবে। এছাড়া আরো কিছু বিষয় উল্লেখ করা আছে বিজ্ঞপ্তিতে অবশ্যই দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন। 

২) মাসিক বেতন – যদি আপনার এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন হবে প্রতি মাসে ৬০,০০০/- টাকা হবে।
৩) শূন্যপদ – এই পদে ০৪ জনকে নিয়োগ করা হবে।
৪) বয়স সীমা –
এই পদে (WB CMOH Recruitment 2023) আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ ৬৭ বছরের মধ্যে বয়স থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখানে পাওয়া যাবে। 

পদের নাম – স্পেশালিস্ট মেডিকেল অফিসার

১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে হলে আবেদনকারীদের MBBS গ্র্যাজুয়েট এবং সংশ্লিষ্ট বিষয়ে MD / DNB সম্পন্ন করে থাকলেই এখানে আবেদন করা যাবে। এছাড়া আরো কিছু বিষয় উল্লেখ করা আছে বিজ্ঞপ্তিতে অবশ্যই দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন। 

২) মাসিক বেতন – যদি আপনার এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন হবে প্রতি মাসে ৭০,০০০/- টাকা হবে।
৩) শূন্যপদ – এই পদে ০১ জনকে নিয়োগ করা হবে।
৪) বয়স সীমা –
এই পদে (WB CMOH Recruitment 2023) আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ ৬৭ বছরের মধ্যে বয়স থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখানে পাওয়া যাবে। 

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

alipurduar.gov.in পোর্টালে পাওয়া তথ্য (WB CMOH Recruitment 2023) অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ পদ্ধতি (WB CMOH Recruitment 2023)

এখানে নিয়োগ করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আরো বিস্তারিত ভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করুন।

আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

১) বয়সের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ আধার কার্ড,
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৩) অভিজ্ঞতার সার্টিফিকেট, (যদি থাকে)
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৫) এছাড়া আরো অন্যান্য,

এখানে আবেদন করতে কি আবেদন মূল্য লাগছে?

যে সকল ইচ্ছুক পাচ্ছি না এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশে বলা হচ্ছে এখানে আপনাদের আবেদন মূল্য দিয়েই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদনমূল্য (WB CMOH Recruitment 2023) কি আছে এবং কিভাবে আবেদন মূল্য দিতে হবে সেই সংক্রান্ত বিষয়ে সমস্ত তথ্য পেতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন করুন।

কি ভাবে আবেদন করতে হবে? 

যে সকল ইচ্ছুক (WB CMOH Recruitment 2023) প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া (WB CMOH Recruitment 2023) এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত০৩-১০-২০২৩
আবেদন শুরু০৩-১০-২০২৩
আবেদন শেষ১২-১০-২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটalipurduar.gov.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

নতুন চাকরির খবর – রাজ্যের জেলা আদালতে কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন

Related Articles