WB College Recruitment 2023 – রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজে কর্মী নিয়োগ, একাধিক শূন্য পদে চাকরি, আবেদন করা শেষ তারিখ আজই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB College Recruitment 2023 – রাজ্য সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি তরফ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রার্থীরা খুব সহজে অনলাইন এর মাধ্যমে আবেদন করে নিতে পারবে। এছাড়া আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রথম থেকে শেষ অব্দি দেখুন, যাচাই করুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন। 

নিয়োগ সংস্থাGhani Khan Choudhury Institute of Engineering and Technology
পদের নামVarious
মোট শূন্যপদনিচে উল্লেখ করা আছে
আবেদন মাধ্যমঅনলাইনে 
আবেদন শেষ২৯-০৯-২০২৩

নতুন চাকরির খবর – ভারতীয় কয়লা খাদানে কর্মী নিয়োগ, ৫৬০ টি শূন্যপদে চাকরি

ননটিচিং পদ

পদের নাম- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (WB College Recruitment 2023)

১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে হলে আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক পাশ করার সাথে ৩৫ w.p.m টাইপিং স্পিড থাকতে হবে।
২) মাসিক বেতন – যদি আপনার (WB College Recruitment 2023) এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন ১৯৯০০-৬৩২০০/- টাকা বেতন দেওয়া হবে।
৩) শূন্যপদ – এখানে ০২ জনকে নিয়োগ করা হবে।
৪) বয়স সীমা –
এইখানে (WB College Recruitment 2023) আবেদন করার জন্য সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে বয়স থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।

পদের নাম- মাল্টি টাস্কিং স্টাফ 

১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে হলে আবেদনকারীদের মাধ্যমিক পাশ করা থাকলে এখানে আবেদন করা যাবে।
২) মাসিক বেতন – যদি আপনার এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন ১৮০০০-৫৬৯০০/- টাকা বেতন দেওয়া হবে।
৩) শূন্যপদ – এখানে ০৩ জনকে নিয়োগ করা হবে।
৪) বয়স সীমা –
এই পদে (WB College Recruitment 2023) আবেদন করার জন্য সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে বয়স থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।

টিচিং পদ

পদের নাম- কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং (WB College Recruitment 2023)

১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে হলে আবেদনকারীদের Ph. D এবং ১০ বছরের শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকতে হবে।
২) মাসিক বেতন – যদি (WB College Recruitment 2023) আপনার এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন ১৪৪২০০ – ২১১৮০০ টাকা বেতন দেওয়া হবে।
৩) শূন্যপদ – এখানে এক জনকে নিয়োগ করা হবে।

পদের নাম- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 

১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে হলে আবেদনকারীদের Ph. D এবং ১০ বছরের শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকতে হবে।
২) মাসিক বেতন – যদি (WB College Recruitment 2023) আপনার এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন ১৪৪২০০ – ২১১৮০০ টাকা বেতন দেওয়া হবে।
৩) শূন্যপদ – এখানে এক জনকে নিয়োগ করা হবে।

পদের নাম- ফিজিক্স

১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে হলে আবেদনকারীদের Ph. D এবং ১০ বছরের শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকতে হবে।
২) মাসিক বেতন – যদি আপনার এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন ১৪৪২০০ – ২১১৮০০ টাকা বেতন দেওয়া হবে।
৩) শূন্যপদ – এখানে এক জনকে নিয়োগ করা হবে।

পদের নাম- ম্যাথেম্যাটিক্স

১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে হলে আবেদনকারীদের Ph. D এবং ০৮ বছরের শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকতে হবে।
২) মাসিক বেতন – যদি আপনার এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন ১৩১৪০০-২০৪৭০০/- টাকা বেতন দেওয়া হবে।
৩) শূন্যপদ – এখানে এক জনকে নিয়োগ করা হবে অ্যাসোসিয়েট প্রফেসর পদে।

নিয়োগ পদ্ধতি (WB College Recruitment 2023)

এখানে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ দেওয়া হবে।

আবেদন মূল্য কি আছে? 

এখানে আবেদন করার জন্য আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন (WB College Recruitment 2023) মুল্য কত কি আছে সেটা জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করুন।

আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

১) বয়সের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ আধার কার্ড,
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৩) অভিজ্ঞতার সার্টিফিকেট, (যদি থাকে)
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৫) এছাড়া ও আরো অন্যান্য, 

কি ভাবে আবেদন করতে হবে? 

১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ আবেদন মূল্য দিয়ে নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন। 

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত০৯-০৯-২০২৩
আবেদন শুরু০৯-০৯-২০২৩
আবেদন শেষ২৯-০৯-২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটwww.gkciet.ac.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
Apply OnlineClick Here

নতুন চাকরির খবর – রাজ্যে গ্রুপ সি কর্মী নিয়োগ, বেতন শুরু ৩২,১০০/- টাকা থেকে