WB DM Office New Job Vacancy – চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর। মিশন বাত্সল্য দপ্তরের তরফে চাকরি দপ্তরের তরফে থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা অফলাইনে এর মাধ্যমে আবেদন যোগ্য। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | DM Office Darjeeling – DCPU |
পদের নাম | Various |
মোট শূন্যপদ | নিচে উল্লেখিত |
আবেদন মাধ্যম | অফলাইনে |
আবেদনের শেষ তারিখ | ৩১/০১/২০২৫ |
পদের নাম ও শূন্যপদ
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Helper cum night watchman, Counsellor, Paramedical Staff, Housekeeper, Cook, Store Keeper Cum Accountant,Probationary Officer/Child Welfare Officer / Cabe Worker, House Father।
২) এখানে মোট শূন্যপদ ০৮ টি।
বয়স সীমা ও বেতন
১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে সর্বোচ্চ ৪০মধ্যে হতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
২) উল্লিখিত পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ১২,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২৩,১৭০ টাকার মধ্যে বেতন প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (WB DM Office New Job Vacancy)
যেহেতু অনেক গুলি শূন্যপদ আছে, প্রত্যেক শূন্যপদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে নিচে তার বিস্তারিত আলোচনা করা হলো :-
রাঁধুনী/হাউস কিপার/হেলপার কাম নাইট ওয়াচম্যান – এই পদে আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত কোন বিদ্যালয় থেকে মাধ্যমিক/ অষ্টম শ্রেণী পাস করতে হবে এবং কাজের সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে।
কাউন্সেলর – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক কর্ম/সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞানে B.A বা LLB তে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া প্রার্থীদের কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
প্রবেশনকারী অফিসার/শিশু কল্যাণ অফিসার/কেস কর্মী – এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল ওয়ার্ক সোসিওলজি/সোশ্যাল সায়েন্সে বিএ বা এলএলবিতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া প্রার্থীদের সরকারী / এনজিও / আইনগত বিষয়ে নারী ও শিশু অধিকারের ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের কাজ করার অভিজ্ঞতা এবং কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে।
House Father – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত কোন বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করতে হবে এছাড়া প্রার্থীদের চাইল্ড কেয়ার প্রোগ্রামেল ইনস্টিটিউশনে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
স্টোর কিপার কাম অ্যাকাউন্ট্যান্ট – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় বাণিজ্য / অ্যাকাউন্টেন্সিতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া প্রার্থীদের কম্পিউটার অপারেশনের জ্ঞান এবং প্রাসঙ্গিক ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আবেদন করা যাবে।
প্যারামেডিক স্টল – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাস এবং নার্সিং / ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া প্রার্থীদের প্রাসঙ্গিক ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
darjeeling.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১) বয়সের প্রমাণপত্র।
২) আবাসিক প্রমাণপত্র।
৩) যোগ্যতা সার্টিফিকেট।
৪) অভিজ্ঞতা শংসাপত্র।
৫) জাত শংসাপত্র।
৬) কম্পিউটার সার্টিফিকেট।
নিয়োগ প্রক্রিয়া (WB DM Office New Job Vacancy)
এখানে ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞপ্তির নিয়ম অনুসারে প্যারামেডিক স্টল, রাঁধুনি,হেলপার কাম নাইট ওয়াচম্যান,হাউস কিপার পদগুলিতে ইন্টারভিউ মাধ্যমে এবং বাকি সকল পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ভাইভা ভয়েস এর মাধ্যমে নিয়োগ করা হবে।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে (WB DM Office New Job Vacancy) প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | … |
আবেদনের শেষ তারিখ | ৩১/০১/২০২৫ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | View Now |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, ২৩ টি জেলা থেকে আবেদন করুন।
বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।