WB DVC New Vacancy 2023 – পশ্চিমবঙ্গের DVC তে কর্মী নিয়োগ, ভালো বেতনের চাকরি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB DVC New Vacancy 2023 – আবারো রাজ্যর সমস্ত চাকরি প্রার্থীদের জন্য বিশাল খুশির খবর। দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে আবেদন পদ্ধতি অনলাইনে। শিক্ষাগত যোগ্যতা কি লাগছে? আবেদন মূল্য আছে কি না? আবেদন করার শেষ তারিখ কবে এইসব বিষয় নিয়ে সমস্ত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন। তাছাড়া সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।

নিয়োগ সংস্থাদামোদর ভ্যালি কর্পোরেশন (DVC)
পদের নামএক্সিকিউটিভ ট্রেনি
মোট শূন্যপদনিচে উল্লেখ করা আছে
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদনের শেষ তারিখ৩০-১০-২০২৩

নতুন চাকরির খবর – শ্রম দপ্তরে কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইনে

পদের নাম ও শূন্যপদ (WB DVC New Vacancy 2023)

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – এক্সিকিউটিভ ট্রেনি।

২)  উল্লেখিত পদে কতজনকে নিয়োগ করা হবে সেই সম্বন্ধে সমস্ত তথ্য জানতে সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।

বয়স সীমা ও বেতন

১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ ২৯ বছর মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখানে প্রার্থীরা পেয়ে যাবে।

২) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করেন এবং যদি চাকরি পান তাহলে আপনাদের বেতন Pay Matrix Level-10 of 7th অনুযায়ী ৫৬ হাজার ১০০ টাকা সরকারি নিয়ম অনুযায়ী প্রতিমাসে বেতন প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (WB DVC New Vacancy 2023)

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই ডিগ্রী পাশ করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। আরো বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসরণ করুন।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

www.dvc.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন (WB DVC New Vacancy 2023) করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ প্রক্রিয়া (WB DVC New Vacancy 2023)

এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে GATE-2023 পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে যোগ্য ও সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

এখানে কি আবেদন মূল্য লাগছে?

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে (WB DVC New Vacancy 2023) আবেদন মূল্য দিয়েই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন মূল্য কি আছে এবং কোথায় গিয়ে আবেদন মূল্য দিতে হবে সমস্ত কিছু তথ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে ডাউনলোড করে দেখে, বুঝে, যাচাই করে তবেই নিজের দায়িত্বে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন।

কি ভাবে আবেদন করতে হবে?

১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার (WB DVC New Vacancy 2023) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত০১-১০-২০২৩
আবেদন শুরু০১-১০-২০২৩
আবেদন শেষ৩০-১০-২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটwww.dvc.gov.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
Apply OnlineClick Here

নতুন চাকরির খবর – রেলে মাধ্যমিক পাশে বড়ো শূন্যপদে চাকরি, দেখেনিন বিস্তারিত

Related Articles