WB Fieldman Vacancy 2024 – রাজ্যর চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। পশ্চিমবঙ্গে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় পক্ষ থেকে Fieldman পদে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা খুব সহজেই নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | Bidhan Chandra Krishi Viswavidyalaya |
পদের নাম | গ্রুপ-ডি |
মোট শূন্যপদ | Fieldman |
আবেদনের শেষ তারিখ | ২৮.০৩.২০২৪ |
নতুন চাকরির খবর –উৎকর্ষ বাংলা প্রকল্পে কর্মী নিয়োগ, ডাটা এন্ট্রি অপারেটর চাকরি
পদের নাম
এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল -Fieldman।
বয়স সীমা ও বেতন (WB Fieldman Vacancy 2024)
১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা কত লাগবে সেই সংক্রান্ত বিষয় বিস্তারিত জানতে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখতে পারেন যদিও সেখানেও স্পষ্ট করে কিছু উল্লেখ করা নেই।
২) এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাস ৩১,৯৬০/- টাকা প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.Sc এগ্রিকালচার অনার্স ডিগ্রী পাস করে থাকতে হবে তাহলে এখানে আবেদন করা। যাবে এ বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
www.bckv.edu.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।পদগুলিতে
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য সংস্থার তরফ থেকে একটি নির্দিষ্ট আবেদন ফ্রম আছে সেটিকেও আপনারা (WB Fieldman Vacancy 2024) ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।
গুরুত্বপূর্ন তারিখ
আবেদন শেষ | ২৮.০৩.২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | www.bckv.edu.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
More Details | Click Here |
Form | Donwload |
নতুন চাকরির খবর – খাদ্য দপ্তরে DEO পদে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ
বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।
আবেদন কারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করতে পারেন।