WB Food SI Admit Download 2023 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে।
পরীক্ষার কিরম কি প্রশ্ন আসতে পারে সেরকম ধারণা মোটামুটি সবারই হয়ে গেছে। তবে এবার এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করতে হবে? কোথায় গিয়ে ডাউনলোড করতে হবে সে সমস্ত তথ্য নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পড়বেন এবং শেয়ার করবেন।
WB Food SI Admit Download 2023
এবারের Food SI পরীক্ষা বিশেষজ্ঞ মহলের দাবি পরীক্ষাটি সম্ভবত ২০২৪ সালের ১৪ই জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে। আর এডমিট কার্ড পরীক্ষা ঠিক ৭ থেকে ১০ দিন আগেই অফিসিয়াল ওয়েবসাইটে মাধ্যমে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।
How To Download Food SI Admit Card 2023
ফুড এস আই পরীক্ষার (WB Food SI Admit Download 2023) এডমিট কার্ড ডাউনলোড করার জন্য অনেক গুলি পদ্ধতি আছে যেখান থেকে খুব সহজেই বিনা ঝামেলা তে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর এই পদ্ধতি আপনাদের জেনে রাখা দরকার অতি অবশ্যই কারণ যখন অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে তখন সবাই ডাউনলোড করার ফলে সার্ভার কিন্তু ডাউন হয়ে যেতেও পারে। দেখে নিন কোন পদ্ধতিতে আপনারা ফুড SI পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
১} এডমিট কার্ড ডাউনলোড করার জন্য আবেদন করা প্রার্থীদের সর্বপ্রথম WBPSC অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
২} এরপরে হোমপেজে প্রবেশ করার পরে আপনারা সরাসরি দেখতে পারবেন ফুড এস আই এডমিট কার্ড ২০২৩ ডাউনলোড লিংক।
৩} এরপরে সেই লিংকে ক্লিক করার পরে আপনারা অতি অবশ্যই আপনাদের আবেদন করার (WB Food SI Admit Download 2023) নাম্বার অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বার তার সঙ্গে আপনাদের জন্ম তারিখ দিতে হবে।
৪} তারপর আবেদন করার নাম্বার ও জন্মতারিখ সঠিক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
৫} এরপর আপনার নাম ও সমস্ত তথ্য সেখানে দেখাবে অতি অবশ্যই সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে আপনাদের কাছে যত্ন সহকারে রেখে দিতে হবে। যাতে পরীক্ষার দিন খুঁজে পেতে সময় নষ্ট না হয়।
Food SI সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
পরীক্ষা কত নাম্বারের হবে এবং কোথা থেকে Question আসতে পারে ?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা (WB Food SI Admit Download 2023) এখানে আবেদন করেছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে ১০০ নম্বরের পরীক্ষা হবে। পুরো পরীক্ষাটাই এখানে MCQ Test হিসাবে নেওয়া হবে। তবে এই পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে ভুল উত্তরের জন্য ১/৩ নম্বর কাটা যাবে। এই পরীক্ষার সময়সীমা থাকবে হাতে ৯০ মিনিট এ সময়ের মধ্যেই পরীক্ষাটি সমাপ্তি করতে হবে।
Food SI পরীক্ষার সিলেবাস
এখানে General Studies রয়েছে ৫০ নম্বর ও Arithmetic এ রয়েছে ৫০ নম্বর। ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে রয়েছে ২০ নম্বর।
এছাড়া আমরা প্রতিদিনই ফুড এসআই পরীক্ষা রিলেটেড কিছু প্রশ্ন আমাদের ওয়েবসাইটে পাবলিশ করে থাকি অতি অবশ্যই আপনারা চাইলে সেখান থেকেও পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। যেখানে অনেকগুলি প্রশ্নই হয়তো কমন পেতে পারে।
নতুন চাকরির খবর – Click Here