WB Gram Panchayat Exam Practice Set 06 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিকপদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ০৬ (WB Gram Panchayat Exam Practice Set 06)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WB Gram Panchayat Exam Practice Set 06
১) পৃথিবীর পরিবেশের বয়স আনুমানিক কত বছর?
[A] 700 কোটি
[B] 450 কোটি
[C] 650 কোটি
[D] 150 কোটি
Answer – 450 কোটি
২) বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কয় ধরনের?
[A] 4
[B] 3
[C] 2
[D] 1
Answer – 3
৩) বিপন্ন বা লুপ্ত প্রায় প্রজাতির তথ্য যে বই থেকে পাওয়া যায়, সেটি হলো-
[A] গ্রিন ডাটা বুক
[B] রেড ডাটা বুক
[C] হোয়াইট ডাটা বুক
[D] ব্ল্যাক ডাটা বুক
Answer – রেড ডাটা বুক
৪) কোনো প্রজাতির জীবকে শেষ কত বছর দেখা না গেলে লুপ্ত বলে গণ্য করা হবে?
[A] 40
[B] 30
[C] 50
[D] 25
Answer – 50
৫) ইকোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন-
[A] হেকেল
[B] লিন্ডেম্যান
[C] ওডাম
[D] ট্যান্সলে
Answer – হেকেল
৬) জীব বৈচিত্র্য কত ধরনের?
[A] 1
[B] 2
[C] 3
[D] 4
Answer – 3
WB Gram Panchayat Exam Practice Set 06
৭) পৃথিবীতে কি থাকার জন্য পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটেছে?
[A] বারিমন্ডল
[B] শিলামন্ডল
[C] জীবমন্ডল
[D] বায়ুমণ্ডল
Answer – বারিমন্ডল
৮) কোন শিলা মার্বেলে রূপান্তরিত হয়?
[A] পিট
[B] চুনাপাথর
[C] শেল
[D] গ্রানাইট
Answer – চুনাপাথর
৯) মানুষের পক্ষে ক্ষতিকর জীব প্রজাতির তথ্য যে বই থেকে পাওয়া যায় তার নাম হলো-
[A] গ্রিন ডাটা বুক
[B] রেড ডাটা বুক
[C] হোয়াইট ডাটা বুক
[D] ব্ল্যাক ডাটা বুক
Answer – ব্ল্যাক ডাটা বুক
১০) জীবাশ্ম পাঠ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?
[A] পালিওনটোলজি
[B] প্যালিনোলজি
[C] জেরোনটোলজি
[D] ডিওনটোলজি
Answer – পালিওনটোলজি
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) কোনটি প্রাকৃতিক ও জৈব পরিবেশের উপাদান নয়?
[A] জীবজন্তু
[B] সংস্কৃতি
[C] জল
[D] উদ্ভিদ
Answer – সংস্কৃতি
১২) সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
[A] মঙ্গল
[B] বৃহস্পতি
[C] শনি
[D] পৃথিবী
Answer – বৃহস্পতি
১৩) অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীব প্রজাতির তথ্য যে বই থেকে পাওয়া যায়, সেটি হলো-
[A] গ্রিন ডাটা বুক
[B] রেড ডাটা বুক
[C] হোয়াইট ডাটা বুক
[D] ব্ল্যাক ডাটা বুক
Answer – গ্রিন ডাটা বুক
১৪) জীবের শুক্রাণু বা ডিম্বাণুকে ল্যাবরেটরীতে সংরক্ষণ করা কোন ধরনের কনজারভেশন পদ্ধতি?
[A] ট্র্যানসিটু
[B] এক্স -সিটু
[C] ইনট্র্যানসিটু
[D] ইন- সিটু
Answer – এক্স -সিটু
WB Gram Panchayat Exam Practice Set 06
১৫) ‘পোচিং’ শব্দের অর্থ কী?
[A] গন্ডার মারা
[B] চোরা শিকার ও বেআইনিভাবে গাছ কাটা
[C] ডিম ভাজা
[D] বাঘমারা
Answer – চোরা শিকার ও বেআইনিভাবে গাছ কাটা
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here