WB Gram Panchayat Exam Practice Set 10 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ১০, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Exam Practice Set 10 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিকপদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ১০ (WB Gram Panchayat Exam Practice Set 10)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 10

১) অতিরিক্ত ফোন ব্যবহার সম্পর্কে সচেতন করতে ‘Digital Detox’ ইনিশিয়েটিভ লাঞ্চ করল কোন রাজ্য ?

[A] কেরালা

[B] কর্ণাটক

[C] মহারাষ্ট্র

[D] তেলেঙ্গানা

Answer – কর্ণাটক

২) বহুদিন ধরে বন্ধ থাকা একটি বস্ত্র ফ্যাক্টরি পুনরায় চালানোর জন্য দায়িত্ব নিল কোন দেশের আর্মি ?

[A] ভুটান

[B] ভারত

[C] বাংলাদেশ

[D] নেপাল

Answer – নেপাল

৩) ৯-১৪ বছর বয়সী মেয়েদের বিনামূল্যে সার্ভিকাল ক্যান্সারের ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করলো কোন দেশের অর্থমন্ত্রী ?

[A] সুইডেন

[B] ভারত

[C] ইরান

[D] জাপান

Answer – ভারত

৪) প্রতিরক্ষা বিভাগের সহায়তা করতে কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করলো ভারত ?

[A] ওমান

[B] আর্জেন্টিনা

[C] সিঙ্গাপুর

[D] থাইল্যান্ড

Answer – ওমান

৫) ২০২৩ সালে বিশ্বের সবথেকে যানজটপূর্ণ শহরের তকমা পেল কে ?

[A] টোকিও

[B] তেল আবিব

[C] লন্ডন

[D] নিউ দিল্লি

Answer – লন্ডন

WB Gram Panchayat Exam Practice Set 10

৬) Global Brand Guardianship Index 2024- এ শীর্ষস্থানে রয়েছেন কে ?

[A] Huateng Ma

[B] মুকেশ আম্বানি

[C] মার্ক জাকারবার্গ

[D] এলোন মাস্ক

Answer – Huateng Ma

৭) ভারতের হেলথ সেক্রেটারী পদে নিযুক্ত হলেন কে ?

[A] মনোজ সোনি

[B] অরুণ লাল

[C] সুরেশ চন্দ্র

[D] অপূর্ব চন্দ্র

Answer – অপূর্ব চন্দ্র

৮) মহাকাশে বেশিদিন থাকার জন্য বিশ্ব রেকর্ড করলেন কোন দেশের মহাকাশচারী Oleg Kononenko ?

[A] আমেরিকা

[B] রাশিয়া

[C] চীন

[D] জাপান

Answer – রাশিয়া

৯) “Dhami Against Drugs Campaign” লঞ্চ করলেন কোন রাজ্য সরকার ?

[A] উত্তরাখন্ড

[B] কেরালা

[C] মহারাষ্ট্র

[D] তামিলনাড়ু

Answer – উত্তরাখন্ড

১০) Lifetime Achievement Award দ্বারা সম্মানিত হলেন কোন দৌড়বিদ ?

[A] হিমা দাস

[B] পিটি ঊষা

[C] দ্যুতি চাঁদ

[D] গুরবিন্দর সিং

Answer – পিটি ঊষা

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) ইন্ডিয়ান আর্মির ভাইস চিফ পদে নিযুক্ত হলেন কে ?

[A] সুমান্ত দেশাই

[B] কুশল শর্মা

[C] উপেন্দ্র দ্বিবেদী

[D] গিরিরাজ সিং

Answer – উপেন্দ্র দ্বিবেদী

১২) কোন দেশের নতুন প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত হলেন Ahmed Awad Bin Mubarak ?

[A] জর্ডান

[B] ইরান

[C] ইরাক

[D] ইয়েমেন

Answer – ইয়েমেন

১৩) কোথায় India Energy Week 2024- এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি ?

[A] উত্তর প্রদেশ

[B] গুজরাট

[C] গোয়া

[D] হরিয়ানা

Answer – গোয়া

WB Gram Panchayat Exam Practice Set 10

১৪) প্রবীণ নাগরিকদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ‘Mukhyamantri Vayoshri Yojana’ লঞ্চ করেছেন কে ?

[A] ওড়িশা

[B] মহারাষ্ট্র

[C] তেলেঙ্গানা

[D] অন্ধ্রপ্রদেশ

Answer – মহারাষ্ট্র

১৫) সম্প্রতি Jielong-3 নামে রকেট লাঞ্চ করল কোন দেশ ?

[A] জাপান

[B] চীন

[C] রাশিয়া

[D] ইজরায়েল

Answer – চীন

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here