WB Gram Panchayat Exam Practice Set 11 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ১১, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Exam Practice Set 11 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিকপদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ১১ (WB Gram Panchayat Exam Practice Set 11)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 11

১) ২০২৪-২৫ অন্তর্বর্তীকালীন বাজেটে জম্মু-কাশ্মীরের জন্য কত লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র ?

[A] ১.৩০

[B] ১.১৮

[C] ১.২০

[D] ১.২৩

Answer – ১.১৮ লক্ষ কোটি টাকা

২) কোন রাজ্যের নতুন এডভোকেট জেনারেল পদে নিযুক্ত হলেন রাজেন্দ্র প্রসাদ গুপ্ত ?

[A] হরিয়ানা

[B] কেরালা

[C] উত্তর প্রদেশ

[D] রাজস্থান

Answer – রাজস্থান

৩) গগনযান মিশনের পূর্বে “ব্যোমমিত্র” নামের রোবট মহাকাশচারীকে মহাকাশে প্রেরণ করেছে কে ?

[A] ISRO

[B] NASA

[C] SpacesX

[D] কেউই নয়

Answer – ISRO

৪) 2026 FIFA World Cup Final হোস্ট করবে কোন শহর ?

[A] নিউইয়র্ক

[B] লন্ডন

[C] রিয়াধ

[D] তেল আবিব

Answer – নিউইয়র্ক

WB Gram Panchayat Exam Practice Set 11

৫) Bharat Rang Mahotsav নামে ভারতের বৃহত্তম থিয়েটার ফেস্টিবল শুরু হল কোথায় ?

[A] রাজস্থান

[B] মধ্যপ্রদেশ

[C] গুজরাট

[D] গোয়া

Answer – গুজরাট

৬) কোন রাজ্যের রাজ্যপালের পর থেকে পদত্যাগ করলেন বনবারি লাল পুরোহিত ?

[A] পাঞ্জাব

[B] ঝাড়খন্ড

[C] তামিলনাড়ু

[D] উত্তরাখন্ড

Answer – পাঞ্জাব

৭) বিবাহিত মহিলাদের হাজার টাকা করে আর্থিক সহায়তা করার জন্য Mahtari Vandan Yojana লঞ্চ করেছেন কে ?

[A] মহারাষ্ট্র

[B] কর্ণাটক

[C] অন্ধপ্রদেশ

[D] ছত্রিশগড়

Answer – ছত্রিশগড়

৮) ভারতের জন্য Asian Development Bank (ADB)- এর কান্ট্রি ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?

[A] Siri Pual

[B] Mio Oka

[C] Elina Gomej

[D] কেউই নন

Answer – Mio Oka

৯) ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে কত হাজার জানঔষধি কেন্দ্র খুলবে ভারত সরকার ?

[A] ৩০

[B] ২০

[C] ২৫

[D] ১৪

Answer -২৫ হাজার

১০) সম্প্রতি প্রয়াত ফারুক নাজকি কে ছিলেন ?

[A] জার্নালিস্ট

[B] গায়ক

[C] সমাজকর্মী

[D] অভিনেতা

Answer – জার্নালিস্ট

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) জাতীয় অপেরা দিবস পালন করা হয় কবে ?

[A] ৯ই ফেব্রুয়ারি

[B] ৮ই ফেব্রুয়ারি

[C] ১১ই ফেব্রুয়ারি

[D] ১০ই ফেব্রুয়ারি

Answer – ৮ই ফেব্রুয়ারি

১২) কোথায় ONGC Sea Survival Centre- এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি ?

[A] মহারাষ্ট্র

[B] অন্ধ্রপ্রদেশ

[C] গোয়া

[D] তামিলনাড়ু

Answer – গোয়া

১৩) অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে কোন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করলো শ্রীলঙ্কা ?

[A] ভারত

[B] আমেরিকা

[C] সিঙ্গাপুর

[D] চীন

Answer – ভারত

১৪) বৈদ্যুতিক যানবাহনকে প্রমোট করতে ‘EV Upyog’ পোর্টাল লঞ্চ করলো কে ?

[A] কর্ণাটক

[B] গুজরাট

[C] তেলেঙ্গানা

[D] উত্তর প্রদেশ

Answer – উত্তর প্রদেশ

WB Gram Panchayat Exam Practice Set 11

১৫) Divya Kala Mela 2024 উদ্বোধন করা হলো কোথায় ?

[A] আগরতলা

[B] নিউ দিল্লি

[C] হায়দ্রাবাদ

[D] কলকাতা

Answer – আগরতলা, ত্রিপুরা

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here