WB Gram Panchayat Exam Practice Set 110 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ১১০ (WB Gram Panchayat Exam Practice Set 110)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WB Gram Panchayat Exam Practice Set 110
১) বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস পালন করা হয় কবে ?
[A] ৪ ঠা মে
[B] ৩ রা মে
[C] ৬ ই মে
[D] ৫ ই মে
Answer – ৩ রা মে
২) কোথায় 46th Antarctic Treaty Consultative Meeting হোস্ট করবে ভারত ?
[A] কোচি
[B] বেঙ্গালুরু
[C] চেন্নাই
[D] হায়দ্রাবাদ
Answer – কোচি
৩) বিশ্বের ‘অস্বাস্থ্যকর বাতাস’ যুক্ত শহরের তালিকায় শীর্ষে আছে কে ?
[A] নিউ দিল্লি
[B] ঢাকা
[C] কাঠমান্ডু
[D] ইসলামাবাদ
Answer – কাঠমান্ডু
WB Gram Panchayat Exam Practice Set 110
৪) ২০২৪ এপ্রিল মাসে মোট GST সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা ?
[A] ১.৭৮
[B] ১.৯১
[C] ১.৯৯
[D] ২.১০
Answer – ২.১০ লক্ষ কোটি টাকা
৫) সম্প্রতি প্রয়াত উমা রামানন কে ছিলেন
[A] লেখিকা
[B] প্লেব্যাক সিঙ্গার
[C] সমাজকর্মী
[D] অভিনেত্রী
Answer – প্লেব্যাক সিঙ্গার
৬) Chang’ e- 6 নামে চন্দ্রযান লঞ্চ করছে কোন দেশ ?
[A] ভারত
[B] দক্ষিণ কোরিয়া
[C] ইজরায়েল
[D] চীন
Answer – চীন
৭) পরবর্তী পাঁচ বছর ১৫০০ জন বাংলাদেশের সিভিল সার্ভেন্ট কে প্রশিক্ষণ দেবে কোন দেশ ?
[A] শ্রীলংকা
[B] ভারত
[C] রাশিয়া
[D] আমেরিকা
Answer – ভারত
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
৮) আকাশবাণী নিউজের ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে ?
[A] মৌসুমী চক্রবর্তী
[B] সোনিয়া সেন
[C] শিবম সরকার
[D] কৈলাস মাইতি
Answer – মৌসুমী চক্রবর্তী
৯) ভারতের প্রথম Constitution Park লঞ্চ করা হলো কোথায় ?
[A] বিশাখাপত্তনম
[B] পুনে
[C] ইন্দোর
[D] মুম্বাই
Answer – পুনে
১০) Critical Minerals Summit অনুষ্ঠিত হলো কোথায় ?
[A] চন্ডিগড়
[B] জয়পুর
[C] নিউ দিল্লি
[D] নৈনিতাল
Answer – নিউ দিল্লি
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here