WB Gram Panchayat Exam Practice Set 19 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিকপদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ১৯ (WB Gram Panchayat Exam Practice Set 19)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WB Gram Panchayat Exam Practice Set 19
১) ডুবুরিরা অক্সিজেনের সিলিন্ডারে মিশ্রণ হিসেবে কোন গ্যাস ব্যবহার করেন?
[A] Ar
[B] Ne
[C] Kr
[D] He
Answer- He
২) বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পেলে শব্দের বেগ —
[A] অপরিবর্তিত থাকে
[B] হ্রাস পায়
[C] বৃদ্ধি পায়
[D] কোন প্রভাব নেই
Answer- বৃদ্ধি পায়
৩) বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পেলে শব্দের বেগ —
[A] হ্রাস পায়
[B] বৃদ্ধি পায়
[C] অপরিবর্তিত থাকে
[D] কোন প্রভাব নেই
Answer- বৃদ্ধি পায়
৪) থারমিট বোমা তৈরির কাজে লাগে কোনটি?
[A] Al
[B] Si7
[C] C
[D] Ge
Answer- Al
WB Gram Panchayat Exam Practice Set 19
৫) কস্টিক সোডা দ্রবণে ফেরাস লবণ যোগ করলে কী ধরনের অধঃক্ষেপ পাওয়া যাবে?
[A] বাদামি
[B] সাদা
[C] হালকা সবুজ
[D] হালকা নীল
Answer- হালকা সবুজ
৭) নিচের কোন মাধ্যমে শব্দের বেগ সবচেযে বেশি?
[A] কঠিন
[B] জল
[C] গ্লিসারিন
[D] আর্দ্রবায়ু
Answer- আর্দ্রবায়ু
৮) ক্ষার ধাতুগুলো জলের সঙ্গে বিক্রিয়া করে কী ধরনের ক্ষার উৎপন্ন করে?
[A] শক্তিশালী
[B] মধ্যমমানের
[C] মৃদু
[D] কোনটি নয়
Answer- শক্তিশালী
৯) কস্টিক সোডা দ্রবণে ফেরাস লবণ যোগ করলে কী ধরনের অধঃক্ষেপ পাওয়া যাবে?
[A] হালকা সবুজ
[B] বাদামি
[C] সাদা
[D] হালকা নীল
Answer- হালকা সবুজ
১০) ক্ষার ধাতুগুলো জলের সঙ্গে বিক্রিয়া করে কী ধরনের ক্ষার উৎপন্ন করে?
[A] শক্তিশালী
[B] মধ্যমমানের
[C] মৃদু
[D] কোনটি নয়
Answer- শক্তিশালী
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) কোন রাজ্যের সবচেয়ে দীর্ঘতম উপকূল রয়েছে?
[A] কর্ণাটক
[B] তামিলনাড়ু
[C] গুজরাট
[D] অন্ধ্রপ্রদেশ
Answer- গুজরাট
১২) গান্ধীজিকে রাষ্ট্রপিতা বলেছেন কে?
[A] সর্দার বল্লভভাই প্যাটেল
[B] জওহরলাল নেহেরু
[C] রবীন্দ্রনাথ ঠাকুর
[D] নেতাজি সুভাষ
Answer- নেতাজি সুভাষ
WB Gram Panchayat Exam Practice Set 19
১৩) জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম সঙ্গীত গাওয়া হয়?
[A] 1896
[B] 1890
[C] 1906
[D] 1886
Answer- 1896
১৪) পার্লামেন্টে বাজেট পেশের সময় ভারত সরকারের প্রতিনিধিত্ব করেন-
[A] প্রধানমন্ত্রী
[B] অধ্যক্ষ
[C] প্রেসিডেন্ট
[D] অর্থমন্ত্রী
Answer- অর্থমন্ত্রী।
১৫) কোন ভারতীয় শাসক সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি স্বাক্ষর করেন?
[A] সিন্ধিয়া (গোয়ালিয়র)
[B] নিজাম (হায়দ্রাবাদ)
[C] গায়কোয়াড় (বরোদা)
[D] অযোধ্যার নবাব
Answer- নিজাম(হায়দ্রাবাদ)
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here