WB Gram Panchayat Exam Practice Set 22 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ২২, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WB Gram Panchayat Exam Practice Set 22 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিকপদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ২২ (WB Gram Panchayat Exam Practice Set 22)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 22

১) ব্রিটিশ সরকার দ্বারা বাংলা ভাগ হয়েছিল?

[A] 1910

[B] 1971

[C] 1911

[D] 1941

Answer – 1911

২) প্রাচীন কালে ভারতে কোন খেলাটি অত্যন্ত জনপ্রিয় ছিল?

[A] পোলো

[B] কবাডি

[C] দাবা

[D] হকি

Answer – হকি

৩) কে নিম্নবর্গের ইতিহাস চর্চার সূচনা করেন?

[A] পার্থ চ্যাটার্জি

[B] রনজিত গুহ

[C] গৌতম ভদ্র

[D] শাহিদ আমিন

Answer – রনজিত গুহ

৪) শের-ই-বাঙ্গাল কাকে বলা হত?

[A] মৌলানা আবুল কালাম আজাদ

[B] হাজী মহম্মদ মহসীন

[C] ফজলুল হক

[D] নবাব সেলিমুল্লাহ

Answer – ফজলুল হক

WB Gram Panchayat Exam Practice Set 22

৫) কোন শালী বঙ্গভঙ্গ রদ হয়?

[A] 1901

[B] 1911

[C] 1947

[D] 1905

Answer – 1911

৬) মাস্টারদা নামে কে পরিচিত?

[A] সূর্যসেন

[B] পুলিন বিহারি ঘোষ

[C] যতীন্দ্রনাথ ব্যানার্জি

[D] রাসবিহারী ঘোষ

Answer – সূর্যসেন

৭) আবুল ফজলের পিতা ছিলেন একজন সুফি সাধক, তার নাম হল—

[A] হজরত খোয়াজা

[B] নাসিরুদ্দিন চিরাগ

[C] শেখ মুবারক

[D] কুতুবউদ্দিন বখতিয়ার কাকী

Answer – শেখ মুবারক

৮) নিম্নলিখিত নদী গুলির মধ্যে কোনটি পশ্চিমে প্রবাহিত?

[A] কৃষ্ণা

[B] নর্মদা

[C] হানদী

[D] গোদাবরীম

Answer – নর্মদা

৯) বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম নির্মিত হয়েছিল?

[A] গান্ধার শিল্পশৈলীতে

[B] মথুরা শিল্পশৈলীতে

[C] সারনাথ শিল্পশৈলীতে

[D] অমরাবতী শিল্পশৈলীতে

Answer – গান্ধার শিল্পশৈলীতে

১০) শিবাজী মুঘলদের কোন যুদ্ধে পরাজিত করেছিলেন?

[A] রায়গড়

[B] শিবনের

[C] সালহের

[D] পুরন্দর

Answer – সালহের

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) ভারত ও মায়ানমারের মধ্যে –পর্বতশ্রেণী অবস্থান করছে?

[A] তুরা

[B] লুসাই

[C] খাসি

[D] নামচা বারোয়া

Answer – লুসাই

১২) তিতুমীরের আসল নাম কি?

[A] সৈয়দ আমির আলী

[B] সৈয়দ মীর নাসের আলী

[C] সৈয়দ মীর মহম্মদ খান

[D] সৈয়দ আলী মোল্লা খান

Answer – সৈয়দ মীর নাসের আলী

১৩) লিগ অফ নেশন কবে প্রতিষ্ঠা হয়?

[A] 1934

[B] 1920

[C] 1936

[D] 1932

Answer – 1920

১৪) কোন যুদ্ধে মহারানা সঙ্গ, ইব্রাহিম লোদিকে পরাজিত করেন?

[A] সারাংপুরের যুদ্ধ

[B] খাটোলির যুদ্ধ

[C] শিওরানার যুদ্ধ

[D] খানুয়ার যুদ্ধ

Answer – খাটোলির যুদ্ধ

১৫) ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লীগ এর সঙ্গে কে ছিলেন?

[A] আনন্দ মোহন বোস

[B] রাস বিহারী বোস

[C] মহাদেব গোবিন্দ রানাডে

[D] দেশবন্ধু চিত্তরঞ্জন দাস

Answer – রাস বিহারী বোস

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here