WB Gram Panchayat Exam Practice Set 23 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ২৩, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Exam Practice Set 23 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিকপদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ২৩ (WB Gram Panchayat Exam Practice Set 23)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 23

১) লোকসভার প্রথম মহিলা স্পিকার ছিলেন—

[A] সন্যৎ দেবী

[B] মীরা কুমার

[C] সুমিত্রা মহজন

[D] কেউ নন

Answer- মীরা কুমার

২) ক্যাকটাসের পাতা কাটায় রুপান্তরিত হয় কারণ—

[A] সালোকসংশ্লেষ বাড়ানোর জন্য

[B] বাষ্পমোচন বৃদ্ধি করার জন্য

[C] শ্বাসকার্য বৃদ্ধি করার জন্য

[D] বাষ্পমোচন রোধ করবার জন্য

Answer- বাষ্পমোচন রোধ করবার জন্য

৩) নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়?

[A] কক্সিস

[B] নিকটিটৈটিং মেমব্রেন

[C] অ্যাপেন্ডিক্স

[D] গলব্লাডার

Answer- গলব্লাডার

WB Gram Panchayat Exam Practice Set 23

৪) কোন আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়েছিল গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর?

[A] ডান্ডি মার্চ

[B] অসহযোগ আন্দোলন

[C] আইন অমান্য আন্দোলন

[D] কোনোটি নয়

Answer- আইন অমান্য আন্দোলন

৫) ভারতবর্ষে মুসলিম প্রগতির পথিকৃৎ কাকে ধরা হয়?

[A] আব্দুল লতিফ

[B] বদরুদ্দিন তৈয়েবাজী

[C] সৈয়দ আমির আলি

[D] স্যার সৈয়দ আহমেদ খান

Answer- স্যার সৈয়দ আহমেদ খান

৬) কাবেরী নদী কোন স্থানের ব্রহ্মাগিরি পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে?

[A] কর্ণাটক

[B] মহারাষ্ট্র

[C] ছত্তিশগড়

[D] মধ্যপ্রদেশ

Answer- কর্ণাটক

৭) বাংলায় ব্রিটিশ পণ্য বয়কটের ডাক প্রথম দেন কে?

[A] অরবিন্দ ঘোষ

[B] এস.এন.ব্যানার্জি

[C] মতিলাল ঘোষ

[D] কৃষ্ণ কুমার মিত্র

Answer- কৃষ্ণ কুমার মিত্র

৮) রক্তের উৎস,প্রকৃতি এবং তার বিভিন্ন রোগ সম্পর্কিত যে আলোচনা তা কি নামে পরিচিত?

[A] ইমোটোলজি

[B] হেমাটোলজি

[C] হেগাটোলজি

[D] হলোগ্রাম

Answer- হেমাটোলজি

৯) রাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষে মোট কতজন সদস্য নির্বাচিত করে থাকেন?

[A] 14

[B] 18

[C] 16

[D] 12

Answer- 14

১০) হিন্দু মহাসভার প্রথম অধিবেশন 1915 সালে কোথায় হয়?

[A] বারানসী

[B] এলাহাবাদ

[C] দিল্লি

[D] হরিদ্বার

Answer- হরিদ্বার

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) শিবালিক পর্বত নিম্নলিখিত কোনটির অংশ?

[A] পশ্চিমঘাট

[B] হিমালয়

[C] সাতপুরা

[D] আরাবল্লী

Answer- হিমালয়

১২) ফরাজি আন্দোলন প্রথম শুরু করেন কে?

[A] ওয়াজির আলী

[B] দুঁদু মিঞ্জা

[C] আগা মহম্মদ রেজা

[D] শমসের গাজী

Answer- দুঁদু মিঞ্জা

১৩) প্যারিস থেকে ‘বন্দেমাতরম’ পত্রিকা প্রকাশ করেন কে?

[A] শ্যামজি কৃষ্ণবর্মা

[B] মাদাম কামা

[C] লালা হরদয়াল

[D] শচীন্দ্র সন্যাল

Answer- মাদাম কামা

১৪) ডানকান প্রণালী কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত?

[A] দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান

[B] আন্দামান ও নিকোবর

[C] আমিনাদিভি ও লাক্ষাদ্বীপ পুঞ্জ

[D] ক্ষুদ্র আন্দামান ও নিকোবর

Answer- দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান

১৫) ভারতে প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় কত সালে?

[A] 1962

[B] 1965

[C] 1971

[D] 1975

Answer- 1962

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here