WB Gram Panchayat Exam Practice Set 24 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ২৪ (WB Gram Panchayat Exam Practice Set 24)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WB Gram Panchayat Exam Practice Set 24
১) ভারত সভা 1876 কোথায় প্রতিষ্ঠা করা হয়েছিল?
[A] কোলকাতা
[B] বোম্বাই
[C] মাদ্রাজ
[D] লন্ডন
Answer – বোম্বাই
২) ঔরঙ্গজেবের মৃত্যুর সময় মারাঠা নেতৃত্ব কার হাতে হস্তান্তরিত হয়েছিল?
[A] শম্ভাজী
[B] রাজারাম
[C] জিজা বাঈ
[D] তারা বাঈ
Answer – তারা বাঈ
৩) ধর্মাতের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
[A] মহম্মদ ঘোরি ও জয়চাঁদ
[B] ঔরঙ্গজেব ও দারাশিকোহ
[C] বাবর ও আফগান
[D] আহম্মদ শাহ দুরানি ও মারাঠা
Answer – ঔরঙ্গজেব ও দারাশিকোহ
৪) স্যার থমাস রো যিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন তিনি কার দূত ছিলেন?
[A] দ্বিতীয় চার্লস
[B] প্রথম জর্জ
[C] প্রথম জেমস্
[D] দ্বিতীয় জেমস্
Answer – প্রথম জেমস্
৫) ডেইমাকাস নিম্নের কোন সম্রাটের রাজত্বকালে ভারতে আসেন?
[A] চন্দ্রগুপ্ত মৌর্য
[B] বিন্দুসার
[C] অশোক
[D] কনিষ্ক
Answer – বিন্দুসার
৬) ওয়ার্ল্ড ব্যাংক এর প্রধান অফিস কোথায় অবস্থিত?
[A] ম্যানিলা
[B] ওয়াশিংটন ডি সি
[C] নিউইয়র্ক
[D] জেনেভা
Answer – ওয়াশিংটন ডি সি
WB Gram Panchayat Exam Practice Set 24
৭) ভারতের মধ্যে নতুন রাজ্য সংযোজনের ক্ষমতা কার কাছে রয়েছে?
[A] রাষ্ট্রপতি
[B] সুপ্রিম কোর্ট
[C] প্রধানমন্ত্রী
[D] পার্লামেন্ট
Answer – পার্লামেন্ট
৮) নিম্নলিখিত কোনটি শরীরে আগত সংক্রমণকারী রোগ জীবানু থেকে রক্ষার হেতু প্রতিরোধক শক্তি তৈরী করে শরীরকে রোগ মুক্ত রাখে?
[A] লিউকোসাইট
[B] লোহিত রক্ত কণিকা
[C] এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম
[D] গলগি বস্তু
Answer – লিউকোসাইট
৯) দীপবংশ ও মহাবংশ থেকে কাদের বিষয় সম্পর্কে বিস্তারিত জানা যায়?
[A] বুদ্ধদেব, চন্দ্রগুপ্ত মৌর্য ও অশোক
[B] বুদ্ধদেব, মহাবীর ও বিম্বিসার
[C] বুদ্ধদেব, মহাবীর ও প্রসেনজিৎ
[D] বুদ্ধদেব, বিম্বসার ও অজাতশত্রু
Answer – বুদ্ধদেব, চন্দ্রগুপ্ত মৌর্য ও অশোক
১০) আইহোল প্রশস্তির রচিত হলেন—
[A] রবিকীর্তি
[B] হরিষেণ
[C] বিহ্লণ
[D] কল্হন
Answer – রবিকীর্তি
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি সময়ের পুর্বেই শেষ হয়ে গিয়েছিল?
[A] প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (1951-56)
[B] তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা (1966-71)
[C] ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা (1980 – 85)
[D] পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (1974-79)
Answer – পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (1974-79)
১২) রাজাজী ফর্মুলা কবে পেশ করা হয়?
[A] 1940
[B] 1942
[C] 1943
[D] 1944
Answer – [D] 1944
১৩) কোন আন্দোলনের সময় গাড়োয়াল রেজিমেন্টের সেনাগণ বিপ্লবীদের উপর আক্রমণ করতে রাজি হয়নি?
[A] খিলাফৎ আন্দোলন
[B] অসহযোগ আন্দোলন
[C] আইন অমান্য আন্দোলন
[D] ভারত ছাড় আন্দোলন
Answer – আইন অমান্য আন্দোলন
১৪) ভারতের জাতীয় আয়ের বেশীরভাগ আসে কোন ক্ষেত্র থেকে?
[A] সেবা ক্ষেত্র
[B] কৃষিক্ষেত্র
[C] শিল্প ক্ষেত্র
[D] বাণিজ্য সংস্থা
Answer – সেবা ক্ষেত্র
১৫) ভবভূতি কোন রাজার সভাকবি ছিলেন?
[A] কনৌজরাজ যশোবর্মন
[B] প্রতিহাররাজ প্রথম মহেন্দ্রলাল
[C] পালরাজ দেবপাল
[D] কামরূপরাজ ভাস্করবর্মন
Answer – কনৌজরাজ যশোবর্মন
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here