WB Gram Panchayat Exam Practice Set 25 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ২৫ (WB Gram Panchayat Exam Practice Set 25)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WB Gram Panchayat Exam Practice Set 25
১) শিবাজী মুঘলদের কোন যুদ্ধে পরাজিত করেছিলেন?
[A] পুরন্দর
[B] রায়গড়
[C] সালহের
[D] শিবনের
Answer – সালহের
২) রাজ্যসভা ভেঙ্গে দেওয়ার ক্ষমাতা কার রয়েছে?
[A] প্রাধনমন্ত্রী
[B] মন্ত্রিসভা
[C] রাষ্ট্রপতি
[D] কারও নয়
Answer – কারও নয়
৩) নওজোয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন?
(A) বি.সি. পাল
(B) বিধলভাই প্যাটেল
(C) ভগৎ সিং
(D) বাল গঙ্গাধর তিলক
Answer – ভগৎ সিং
৪) কোন রাজ্যে বেতলা ন্যাশনাল পার্ক অবস্থিত?
[A] অন্ধ্রপ্রদেশ
[B] রাজস্থান
[C] ঝাড়খন্ড
[D] কর্নাটক
Answer – ঝাড়খন্ড
WB Gram Panchayat Exam Practice Set 25
৫) চাঁচনামা গ্রন্থে কোন বিদেশী আক্রমণের কথা সংকলিত রয়েছে?
[A] পল্লব
[B] আরব
[C] হুণ
[D] গ্রীক
Answer – আরব
৬) মহাত্মা গান্ধী লবণ সত্যাগ্রত্রের জন্য কতদিন অতিক্রান্ত করে ডান্ডি পৌঁছেছিলেন?
(A) 24
(B) 36
(C) 12
(D) 6
Answer – 24
৭) কোন সুলতান ব্রাহ্মণদের উপর জিজিয়া কর আরোপ করেছিলেন?
[A] বলবন
[B] ফিরোজ তুঘলক
[C] আলাউদ্দিন খিলজি
[D] মহম্মদ বিন তুঘলক
Answer – ফিরোজ তুঘলক
৮) মৌর্য যুগে সরকারী ভাষা ছিল কোনটি?
[A] মাগধী
[B] পালি
[C] মৈথিলি
[D] সংস্কৃত
Answer – মাগধী
৯) কোন স্থানে অজয় নদ ভাগীরথীর সাথে মিলিত হয়েছে?
[A] কোলাঘাট
[B] কাটোয়া
[C] আহমেদপুর
[D] কেঁদুলী
Answer – কাটোয়া
১০) লোকসভার প্রথম ডেপুটি স্বীকারের নাম কি ছিল?
(A) এম. এ. আয়াঙ্গার
(B) সর্বপল্লী রাধাকৃষ্ণন
(C) এ.কে. গোপালন
(D) বল্লভভাই প্যাটেল
Answer – এম. এ. আয়াঙ্গার
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) লিগ অফ নেশন কবে প্রতিষ্ঠা হয়?
[A] 1932
[B] 1920
[C] 1934
[D] 1936
Answer – 1920
১২) প্যারিস থেকে ‘বন্দেমাতরম পত্রিকা প্রকাশ করেন কে?
[A] শচীন্দ্র সন্যাল
[B] শ্যামজি কৃষ্ণবর্মা
[C] মাদাম কামা
[D] লালা হরদয়াল
Answer – মাদাম কামা
১৩) কার কাছে সংবিধান সংশোধনের ক্ষমতা ন্যাস্ত রয়েছে?
(A) প্রতিরক্ষা মন্ত্রক
(B) প্রধানমন্ত্রীর অফিস
(C) সংসদ
(D) সেবি
Answer – সংসদ
১৪) কোন যুদ্ধে মহারানা সঙ্গ, ইব্রাহিম লোদিকে পরাজিত করেন?
[A] খাটোলির যুদ্ধ
[B] সারাংপুরের যুদ্ধ
[C] শিওরানার যুদ্ধ
[D] খানুয়ার যুদ্ধ
Answer – খাটোলির যুদ্ধ
১৫) ফরাজি আন্দোলন প্রথম শুরু করেন কে?
[A] আগা মহম্মদ রেজা
[B] দুঁদু মিঞ্জা
[C] শমসের গাজী
[D] ওয়াজির আলী
Answer – দুঁদু মিঞ্জা
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here