WB Gram Panchayat Exam Practice Set 26 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ২৬ (WB Gram Panchayat Exam Practice Set 26)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WB Gram Panchayat Exam Practice Set 26
১) কুঁড়ি থেকে ফুল ফোটা কি ধরনের চলন?
[A] ট্রপিক
[B] ট্যাকটিক
[C] ন্যাস্টিক
[D] কোনোটিই সঠিক নয়
Answer – ন্যাস্টিক
২) রুমটেক মনেস্ট্রি অবস্থিত—
(A) হিমাচল প্রদেশে
(C) জম্মু-কাশ্মীরে
(B) সিকিমে
(D) তিব্বতে
Answer – সিকিম
৩) লেপচা উপজাতি কোন রাজ্যে বসবাস করে?
[A] বিহার
[B] আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
[C] সিকিম
[D] ঝাড়খণ্ড
Answer – সিকিম
৪) শব্দ যেতে পারেনা নিচের কোন মাধ্যমে?
[A] হাইড্রোজেন গ্যাসে
[B] ইস্পাত
[C] জলে
[D] শূন্য মাধ্যমে
Answer – শূন্য মাধ্যমে
৫) পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহে পরিবহন করে কোন কলা?
[A] জাইলেম
[B] মূল
[C] ট্রাকিয়া
[D] ফ্লোয়েম
Answer – ফ্লোয়েম
৬) নিম্নোক্ত কোনটি বায়ুমন্ডলে পাওয়া যায় না?
[A] কার্বন-ডাই-অক্সাইড
[B] হাইড্রোজেন
[C] অক্সিজেন
[D] বেরিয়াম
Answer – বেরিয়াম
WB Gram Panchayat Exam Practice Set 26
৭) নালন্দায় কে প্রথম খনন শুরু করেন?
[A] ডি বি স্পুনার
[B] দয়ারাম সাহানি
[C] রাখাল দাস ব্যানার্জি
[D] জন মার্শাল
Answer – ডি বি স্পুনার
৮) ফাইলোড হল পরিবর্তিত—
[A] কান্ড
[B] মূল
[C] বীজ
[D] পাতা
Answer – পাতা
৯) লুসাই পর্বত শ্রেণী কোন দুই দেশের মধ্যে অবস্থিত?
[A] বাংলাদেশ ও মায়ানমার
[B] ভারত ও মায়ানমার
[C] নেপাল ও ভুটান
[D] ভারত ও নেপাল
Answer – ভারত ও মায়ানমার
১০) একটি অর্ধপরিবাহীর উদাহরণ হল—
[A] বিকেলাইট
[B] রবার
[C] সিলিকন
[D] রুপো
Answer – সিলিকন
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) টিপু সুলতানের রাজধানী ছিল –
[A] বেলুর
[B] মাইসোর
[C] হাম্পি
[D] শ্রীরঙ্গপত্তনাম
Answer – শ্রীরঙ্গপত্তনাম
১২) অক্টোপাসের হৃৎপিণ্ডের সংখ্যা কয়টি?
[A] 3
[B] 2
[C] 4
[D] 1
Answer – 3
১৩) বক্সাইট কোন ধাতুর আকরিক?
[A] জিঙ্ক
[B] লোহা
[C] টিন
[D] অ্যালুমিনিয়াম
Answer – অ্যালুমিনিয়াম
১৪) চিন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় কী নামে পরিচিত?
[A] সাইক্লোন
[B] হ্যারিকেন
[C] টর্নেডো
[D] টাইফুন
Answer – টাইফুন
১৫) অটোমোবাইল কারখানা থেকে নির্গত কোন বর্জ্য পদার্থের কারণে ক্যান্সার হয়?
[A] লেড
[B] কার্বন মনোক্সাইড
[C] নাইট্রোজেনের অক্সাইড সমূহ
[D] পলি সাইক্লিক হাইড্রোকার্বন
Answer – লেড
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here