WB Gram Panchayat Exam Practice Set 27 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ২৭, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Exam Practice Set 27 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ২৭ (WB Gram Panchayat Exam Practice Set 27)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 27

১) ভারতীয় সংবিধানে কয়টি রাষ্ট্রপ্রধান নির্দেশমূলক নীতি সন্নিবিষ্ট হয়েছে ?

[A] ১৩ টি

[B] ১১ টি

[C] ১৭ টি

[D] ১৪ টি

Answer – ১৭ টি

২) ভারতীয় সংবিধান সংশোধন করা যায় কয়টি পদ্ধতিতে ?

[A] ২ টি

[B] ১ টি

[C] ৪ টি

[D] ৩ টি

Answer – ৩ টি

৩) ভারতের যে রাজ্যে নিজস্ব সংবিধান আছে সেটি হল ?

[A] সিকিম

[B] গোয়া

[C] জম্মু ও কাশ্মীর

[D] হরিয়ানা

Answer – সিকিম

৪) ভারতীয় নাগরিকদের ভোটাধিকারের ন্যূনতম বয়স কত ?

[A] ১৯ বছর

[B] ১৮ বছর

[C] ২৫ বছর

[D] ২১ বছর

Answer – ১৮ বছর

৫) ভারতীয় সংবিধানে কয়টি আঞ্চলিক ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে ?

[A] ২০ টি

[B] ১৯ টি

[C] ২৪ টি

[D] ২২ টি

Answer – ২২ টি

WB Gram Panchayat Exam Practice Set 27

৬) সংবিধানের কততম তফসিলে আঞ্চলিক ২২ টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে ?

[A] নবম তফসিলে

[B] অষ্টম তফসিলে

[C] একাদশ তফসিলে

[D] দশম তফসিলে

Answer – অষ্টম তফসিলে

৭) কততম সংবিধান সংশোধনের মাধ্যমে দল ত্যাগ বিরোধী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ?

[A] ৪৪ তম

[B] ৪২ তম

[C] ৬১ তম

[D] ৫২ তম

Answer – ৫২ তম

৮) ভারতীয় সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতিগুলি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?

[A] রাশিয়া

[B] মার্কিন যুক্তরাষ্ট্র

[C] আয়ারল্যান্ড

[D] কানাডা

Answer – আয়ারল্যান্ড

৯) ভারতীয় সংবিধানে কয়টি তালিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্য গুলির মধ্যে ক্ষমতা বর্ণিত হয়েছে ?

[A] ৩ টি

[B] ২ টি

[C] ৫ টি

[D] ৪ টি

Answer – ৩ টি

১০) ইউনিয়ন তালিকায় কয়টি বিষয়ের উল্লেখ আছে ?

[A] ৬১ টি

[B] ১০১ টি

[C] ৫২ টি

[D] ৯৯ টি

Answer – ৯৯ টি

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) রাজ্য তালিকায় কয়টি বিষয়ের উল্লেখ আছে ?

[A] ৬১টি

[B] ৯৯ টি

[C] ৫২ টি

[D] ৫৯ টি

Answer – ৬১ টি

১২) যুগ্ম তালিকা কয়টি বিষয়ের উল্লেখ আছে ?

[A] ৬১ টি

[B] ৯৯ টি

[C] ৫২ টি

[D] ৫৯ টি

Answer – ৫২ টি

WB Gram Panchayat Exam Practice Set 27

১৩) ভারতীয় সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার গুলি বলবৎকরনের জন্য সুপ্রিমকোর্ট কয় ধরনের লেখ (Writs) জারি করতে পারে ?

[A] ৪ ধরনের

[B] ৩ ধরনের

[C] ৬ ধরনের

[D] ৫ ধরনের

Answer – ৫ ধরনের

১৪) সংবিধানের কত নং ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষার্থে লেখ জারি করতে পারে ?

[A] ৩২ নং

[B] ৩০ নং

[C] ২৩২ নং

[D] ২২৬ নং

Answer – ৩২ নং

১৫) সংবিধানের কত নং ধারা অনুযায়ী হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার্থে লেখ জারি করতে পারে ?

[A] ৩২ নং

[B] ৩১ নং

[C] ২৩২ নং

[D] ২২৬ নং

Answer – ২২৬ নং

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here