WB Gram Panchayat Exam Practice Set 32 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৩২, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WB Gram Panchayat Exam Practice Set 32 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৩ (WB Gram Panchayat Exam Practice Set 32)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 32

১) অন্তঃকোষীয় বহিঃকোষীয় পরিপাক হয় –

[A] আরশোলা

[B] চিংড়ি

[C] হাইড্রা

[D] কোনোটিই নয়

Answer – হাইড্রা

২) লেটুস তাকে পাওয়া যায় –

[A] ভিটামিন K

[B] ভিটামিন A

[C] ভিটামিন D

[D] ভিটামিন E

Answer – ভিটামিন E

৩) পাকস্থলীতে পাচিত হয় না –

[A] ফ্যাট জাতীয় খাদ্য

[B] শর্করা জাতীয় খাদ্য

[C] কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য

[D] কোনোটিই নয়

Answer – শর্করা জাতীয় খাদ্য

৪)পেপসিন হল –

[A] কার্বোহাইড্রেট ভঙ্গক উতসেচক

[B] ফ্যাট ভঙ্গ উৎসেচক

[C] প্রোটিন ভঙ্গ উৎসেচক

[D] কোনোটিই নয়

Answer – প্রোটিন ভঙ্গ উৎসেচক

৫) মুখবিবরে পাচিত হয় না, কোন জাতীয় খাদ্য –

[A] প্রোটিন ও ফ্যাট  জাতীয় খাদ্য

[B] প্রোটিন

[C] ভিটামিন

[D] কোনোটিই নয়

Answer – প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্য

WB Gram Panchayat Exam Practice Set 32

৬) পেপসিন পাওয়া যায় –

[A] পাকস্থলীতে

[B] ক্ষুদ্রান্ত্রে

[C] অগ্নাশয়

[D] বৃহদন্ত্র

Answer – পাকস্থলীতে

৭) মূত্র ও ঘামের প্রধান উপাদান হল –

[A] জল

[B] কার্বন

[C] ইউরিয়া

[D] নাইট্রোজেন

Answer – জল

৮) শক্তি সরবরাহ করে না, এমন দুটি খাদ্য উপাদান হল –

[A] প্রোটিন

[B] জল ও ভিটামিন

[C] কার্বোহাইড্রেট

[D] উৎসেচক

Answer – জল ও ভিটামিন

৯) ফ্যাট পরিপাক হয় –

[A] বৃহদন্ত্রে

[B] কিডনিতে

[C] অগ্নাশয়ে

[D] পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্রে

Answer -পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্রে

১০) ভিটামিন A এর প্রো ভিটামিন হলো –

[A] বিটা- ক্যারোটিন

[B] থাইমিন

[C] ক্যারোটিন

[D] কোনোটিই নয়

Answer – বিটা- ক্যারোটিন

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) প্রোটিন জাতীয় খাদ্যের একটি আবশ্যিক মৌল হল –

[A] নাইট্রোজেন

[B] অক্সিজেন

[C] ম্যাগনেসিয়াম

[D] কোনোটিই নয়

Answer – নাইট্রোজেন

১২) শ্বেতসার খাদ্য পরিপাকে পর শোষিত হয় কোন রূপে –

[A] গ্লুকোজ

[B] লবণ

[C] জল

[D] কোনোটিই নয়

Answer – গ্লুকোজ

১৩) ভিটামিন A এর রাসায়নিক নাম কি ?

[A] অ্যাসকরবিক অ্যাসিড

[B] রেটিনল

[C] টোকোফেরল

[D] থিয়ামিন

Answer – রেটিনল

১৪) ভিটামিন C এর রাসায়নিক নাম কি ?

[A] ক্যারোটিন

[B] থিয়ামিন

[C] অ্যাসকরবিক অ্যাসিড

[D] ফাইলোকুইনিন

Answer – অ্যাসকরবিক অ্যাসিড

১৫) ভিটামিন D এর রাসায়নিক নাম কি ?

[A] টোকোফেরল

[B] অ্যাসকরবিক অ্যাসিড

[C] ক্যালসিফেরল

[D] কোনোটিই নয়

Answer – ক্যালসিফেরল

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here