WB Gram Panchayat Exam Practice Set 34 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৩৪, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Exam Practice Set 34 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৩৪ (WB Gram Panchayat Exam Practice Set 34)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 34

১) রাজ্য তালিকায় কয়টি বিষয়ের উল্লেখ আছে ?

[A] ৬১ টি

[B] ৯৯ টি

[C] ৫২ টি

[D] ৫৯টি

Answer – ৬১টি

২) যুগ্ম তালিকায় কয়টি বিষয়ের উল্লেখ আছে ?

[A] ৬১ টি

[B] ৯৯টি

[C] ৫২ টি

[D] ৫৯ টি

Answer – ৫২ টি

৩) ভারতীয় সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার গুলি বলবৎকরনের জন্য সুপ্রিমকোর্ট কতধরনের লেখ (writs জারি করতে পারে ?

[A] 8 ধরনের

[B] ৩ ধরনের

[C] ৬ ধরনের

[D] ৫ ধরনের

Answer – ৫ ধরনের

৪) সংবিধানের কত নং ধারা অনুযায়ী সুপ্রিমকোর্ট মৌলিক অধিকার রক্ষার্থে লেখ জারি করতে পারে ?

[A] ৩২

[B] ৩০

[C] ২৩২

[D] ২২৬

Answer – ৩২

৫) সংবিধানের কত নং ধারা অনুযায়ী হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার্থে লেখ জারি করতে পারে ?

[A] ৩২

[B] ৩১

[C] ২৩২

[D] ২২৬

Answer – ২২৬

৬) ড. আম্বেদকর সংবিধানের কোন ধারাটিকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন ?

[A] ২১

[B] ২০

[C] ৩২

[D] ২২

Answer – ৩২

WB Gram Panchayat Exam Practice Set 34

৭) ভারতের সংবিধানে কয়টি স্বাধীনতার অধিকার স্বীকৃত আছে ?

[A] ৬টি

[B] ৫টি

[C] ৮টি

[D] ৭টি

Answer – ৬টি

৮) পার্লামেন্টে কত সালে অস্পৃশ্যতা সংক্রান্ত অপরাধ আইন পাশ করেছে ?

[A] ১৯৫১

[B] ১৯৫০

[C] ১৯৫৫

[D] ১৯৫৩

Answer – ১৯৫৫

৯) ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থিকে অন্তত কত বছর বয়স্ক হতে হবে ?

[A] ২৫ বছর

[B] ২১ বছর

[C] ৩৫ বছর

[D] ৩০ বছর

Answer – ৩৫ বছর

১০) ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন ?

[A] ৫ বছর

[B] ৪ বছর

[C] ১০ বছর

[D] ৬ বছর

Answer – ৫ বছর

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) BCF হল –

[A] বায়োকেমিক্যাল ফ্যাক্টর

[B] বায়ো কনজারভেশন ফ্যাক্টর

[C] বায়ো কনসেনট্রেশন ফ্যাক্টর

Answer – বায়ো কনসেনট্রেশন ফ্যাক্টর

১২) নিম্নলিখিত কোনটি পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতি ?

[A] জৈব পদ্ধতি

[B] রাসায়নিক সারের ব্যবহার

[C] কীটনাশক প্রয়োগ

Answer – জৈব পদ্ধতি

১৩) মিনামাটা রোগের কারণ হল –

[A] সিসা

[B] মিথাইল মার্কারি

[C] ইথাইল মার্কারি

Answer – মিথাইল মার্কারি

WB Gram Panchayat Exam Practice Set 34

১৪) ৫ ই জুন নিম্নলিখিত যে কারণে পালিত হয় –

[A] জীববৈচিত্র্য দিবস

[B] বিশ্ব পরিবেশ দিবস

[C] জলাভূমি দিবস

Answer – বিশ্ব পরিবেশ দিবস

১৫) ভার্মিকম্পোস্টিং যার সাথে সম্পর্কিত তা হল –

[A] পিঁপড়ে

[B] কেঁচো

[C] রেশম কীট

Answer – কেঁচো

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here