WB Gram Panchayat Exam Practice Set 35 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৩৫, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Exam Practice Set 35 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৩৫ (WB Gram Panchayat Exam Practice Set 35)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 35

১) স্পোর ব্যাংক নিম্নলিখিত কোনটির অন্তর্গত ?

[A] সামাজিক ও সাংস্কৃতিক সংরক্ষণ

[B] এক্স- সিটু সংরক্ষণ

[C] ইন- সিটু সংরক্ষণ

Answer – এক্স- সিটু সংরক্ষণ

২) খনিজ পদার্থ ফ্লোরিন এর অভাব মানব দেহের কি ক্ষতি হয়?

[A] অ্যাসকেরিয়াসিস

[B] বেরিবেরি

[C] দুর্বল দাঁত

[D] গলগন্ড

Answer – দুর্বল দাঁত

৩) ভারতবর্ষের জীব বৈচিত্র্য আইন প্রণয়ন করা হয় ?

[A] ২০০১ সালে

[B] ২০০০ সালে

[C] ২০০২ সালে

Answer – ২০০২ সালে

৪) শব্দের তীব্রতা মাপার একক হল –

[A] ডবসন

[B] মিটার

[C] ডেসিবেল

Answer – ডেসিবেল

৫) To Life or Not Live- বইটির লেখক কে?

[A] অমিতাভ ঘোষ

[B] নীরোধ সি চৌধুরী

[C] অমর্ত্য সেন

[D] উপমন্য চ্যাটার্জি

Answer – নীরোধ সি চৌধুরী

WB Gram Panchayat Exam Practice Set 35

৬) পশ্চিমবঙ্গে আড়াবাড়ি মডেল বিখ্যাত হল যে জন্য –

[A] বৃষ্টির জল সংরক্ষণ

[B] যৌথবন ব্যবস্থা

[C] তাপবিদ্যুৎ প্রকল্প

Answer – যৌথবন ব্যবস্থা

৭) ভারতবর্ষে ব্যাঘ্র প্রকল্প চালু করা হয় –

[A] ১৯৭৫ সালে

[B] ১৯৭৩ সালে

[C] ১৯৭০ সালে

Answer – ১৯৭৩ সালে

৮) IBRD- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

[A] ওগলো

[B] জেনেভা

[C] ব্রাসেলস

[D] ওয়াশিংটন

Answer – ওয়াশিংটন

৯) নিম্নলিখিত কোন বইটির রাসেল কারসন দ্বারা লিখিত –

[A] হিউম্যান ইকোলজি

[B] দি সাইলেন্ট স্প্রিং

[C] ফল অফ এ স্প্যারো

Answer – দি সাইলেন্ট স্প্রিং

১০) কেরালা স্বাস্থ্য সাহিত্য পরিষদর (KSSP) – এর সঙ্গে সম্পর্কিত হলো –

[A] চিপকো আন্দোলন

[B] সাইলেন্ট ভ্যালি আন্দোলন

[C] নর্মদা বাঁচাও আন্দোলন

Answer – সাইলেন্ট ভ্যালি আন্দোলন

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ এর আসল নাম কি?

[A] মনিমালা

[B] রাজলক্ষী

[C] মনিকার্ণিকা তামবে

[D] চন্দ্রমুখী

Answer – মনিকার্ণিকা তামবে

১২) ইকোটন হল –

[A] বাস্তুতন্ত্রের হটস্পট

[B] বাস্তুতন্ত্র

[C] দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অংশ

Answer – দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অংশ

১৩) হিউয়েন সাঙ কার শাসনকালে ভারতে আসেন ?

[A] কনিষ্ক

[B] হর্ষবর্ধন

[C] চন্দ্রগুপ্ত মৌর্য

[D] অশোক

Answer – হর্ষবর্ধন

১৪) ফ্লাই অ্যাশ – এর উৎস হল –

[A] জলবিদ্যুৎ প্রকল্প

[B] কৃষি জমি

[C] তাপবিদ্যুৎ প্রকল্প

Answer – তাপবিদ্যুৎ প্রকল্প

১৫) বেঙ্গল স্কুলের প্রবর্তন কে করেছিলেন ?

[A] গনেন্দ্রনাথ ঠাকুর

[B] নন্দলাল বসু

[C] গঅবনীন্দ্রনাথ ঠাকুর

[D] কালীপ্রসন্ন সিংহ

Answer – অবনীন্দ্রনাথ ঠাকুর

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here