WB Gram Panchayat Exam Practice Set 36 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৩৬, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Exam Practice Set 36 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৩ (WB Gram Panchayat Exam Practice Set 36)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 36

১) কোন ব্যাংকের চেয়ারম্যান পদে পুনরায় তিন বছরের জন্য নিযুক্ত হলেন অতনু চক্রবর্তী ?

[A] HDFC Bank

[B] Axis Bank

[C] United Bank

[D] ICICI Bank

Answer – HDFC Bank

২) World Women Rapid Championships 2023- এ ভারতের মহিলা দাবা গ্র্যান্ড মাস্টার কোনেরু হাম্পি কিসের মেডেল জিতলেন ?

[A] রুপো

[B] সোনা

[C] তামা

[D] ব্রোঞ্জ

Answer – রুপো

৩) মূলধন ব্যয় এবং বিনিয়োগের জন্য কেন্দ্রের সর্বাধিক বিশেষ সহায়তা পেয়েছে কোন রাজ্য ?

[A] বিহার

[B] উত্তর প্রদেশ

[C] মহারাষ্ট্র

[D] গুজরাট

Answer – উত্তর প্রদেশ

WB Gram Panchayat Exam Practice Set 36

৪) পন্ডিচেরী ইউনিভার্সিটির Ex – Officio Chancellor পদে নিযুক্ত হলেন কে ?

[A] দ্রৌপদী মুর্মু

[B] জগদীপ ধনকর

[C] রামনাথ কোবিন্দ

[D] কেউই নন

Answer – জগদীপ ধনকর

৫) ঐ লোহিত সাগরে শিপিং নিরাপদ করতে অপারেশন “Prosperity Guardian” লঞ্চ করল কে ?

[A] জাপান

[B] চীন

[C] আমেরিকা

[D] রাশিয়া

Answer – আমেরিকা

৬) Karbi Youth Festival- 2024 আয়োজিত হচ্ছে কোথায় ?

[A] আসাম

[B] মনিপুর

[C] ওড়িশা

[D] ত্রিপুরা

Answer – আসাম

৭) Miss Maharashtra 2023 শিরোপা জিতলেন কে ?

[A] অক্ষতা মাদানে

[B] কেতকী রাউত

[C] শালিগা ভাটনগর

[D] খুশি প্যাটেল

Answer – কেতকী রাউত

৮) সম্প্রতি নিউ ইয়ার সেলিব্রেশন ব্যান্ড করল কোন দেশ ?

[A] পাকিস্তান

[B] আফগানিস্তান

[C] ভারত

[D] বাংলাদেশ

Answer – পাকিস্তান

৯) সম্প্রতি YSR Congress Party জয়েন করল কোন প্রাক্তন ক্রিকেটার ?

[A] সুনীল গাভাস্কার

[B] সুরেশ রায়না

[C] গৌতম গম্ভীর

[D] অম্বাতি রায়ুডু

Answer – অম্বাতি রায়ুডু

১০) Indian Oil- এর পরবর্তী হিউম্যান রিসোর্স ডিরেক্টর পদে নিযুক্ত হচ্ছেন কে ?

[A] রশ্মি গোভিল

[B] দীপিকা গোয়েল

[C] শ্রেয়া প্যাটেল

[D] কেউই নন

Answer – রশ্মি গোভিল

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) Inter – Operable Criminal Justice System – এ প্রথম স্থান অর্জন করল কে ?

[A] গুজরাট

[B] উত্তর প্রদেশ

[C] ছত্রিশগড়

[D] বিহার

Answer – উত্তর প্রদেশ

১২) সিনিয়র সিটিজেনদের ‘INSPIRE’ জন্য প্রোগ্রাম লঞ্চ করল কোন ব্যাংক ?

[A] SBI

[B] Bandhan Bank

[C] HDFC Bank

[D] IDBI Bank

Answer – Bandhan Bank

১৩) সম্প্রতি প্রয়াত প্রবীর মজুমদার কে ছিলেন ?

[A] অভিনেতা

[B] ক্রিকেটার

[C] ফুটবলার

[D] লেখক

Answer – ফুটবলার

WB Gram Panchayat Exam Practice Set 36

১৪) পুরুষ বিভাগে 2023 FIDE World Rapid Championship জিতলেন কোন দেশের দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন ?

[A] জার্মানি

[B] সুইডেন

[C] আর্জেন্টিনা

[D] নরওয়ে

Answer – নরওয়ে

১৫) ১৬ তম অর্থ কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে?

[A] অরবিন্দ পানাগারিয়া

[B] কেশব নায়ার

[C] অভীক সরকার

[D] আর.  মাধবন

Answer – অরবিন্দ পানাগারিয়া

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here